সাধারন মানুষ
ধানমন্ডিস্থ কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের সেমিনারে বক্তারা
বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময়। এ বয়সে একটি ছেলে বা মেয়ে প্রবেশ করে এক অজানা জগতে। চরম কৌতুহল নিয়ে সে দেখে তার চারদিকের পৃথিবীকে। এ সময় তার শারিরীক ও মানসিক অভুতপূর্ব পরিবর্তন ঘটে হরমোনজনিত এবং শারীরিক পরিবর্তনের কারণে। এ সময় শুরু হয় নানান শারীরিক মানসিক পরিবর্তন।
আচার আচরনে তারা কখনো হয় একরোখা আবার কখনো নিজেদেরকে আড়াল করে রাখে। অথচ এ গুরুত্বপূর্ণ সময়ে তাদের অনেকেই বুঝতে পারে না। পাড়াপড়শী, সমাজ এমনকি বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদের আচরনকে আড় চোখে দেখে থাকে। এ সময়টিকে কীভাবে উত্তরণ করবে, সে উপদেশগুলোও তারা কারো কাছে পায় না। আমাদের শিক্ষাব্যবস্থায় পাঠ্যপুস্তকেও এ বিষয়ে কোনো উল্লেখ নেই।
সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক ক্ষেত্রেই এরা দিকভ্রান্ত হয়ে পড়ে। অনেক অভিভাবক এ বিষয়টি নিয়ে তাদের সাথে আলাপচারিতা করতে কুন্ঠা বোধ করেন। তারা মনে করেন, এ সময়টি স্বাভাবিক ভাবেই কিশোর কিশোরীরা পার করে দেবে। সুতরাং এ নিয়ে তাদের সাথে কথা বলার প্রয়োজন নেই। কিন্তু শিশু কিশোরদের বয়:সন্ধিকালীন সময়ে বাবা-মার পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি ২০১৪) রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা-সিআইএসডি (http://www.cisdbd.org) -র আয়োজনে ‘বয়:সন্ধিকালীন আচরণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। স্কুলের প্রিন্সিপাল হেড অব স্কুল জিএম নিজাম উদ্দিনের সভাপতিত্বে এই সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন- বিশিষ্ট মনস্তত্ত্বিক, সাজেদা ফাউন্ডেশনের কনসালটেন্ট ফরিদা আকতার। আলোচনায় অংশ নেন সাজেদা ফাউন্ডেশনের মানসিক-সামাজিক বিষয়ক পরামর্শক জেসমিন পারভিন জুঁই ও খন্দকার তাহমিনা এনা। প্রাণবন্ত এ আলোচনা অনুষ্ঠানে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষকদের বিভিন্ন শারীরিক কসরত, কবিতা ও নানা কাজের মাধ্যমে পড়াশুনায় অনুপ্রাণিত, উৎসাহিত হওয়ার কথাও তুলে ধরা হয়।
সুস্থ ও উন্নত জীবনযাপনের জন্য কিছু পরামর্শ তুলে ধরে বক্তারা অাশা প্রকাশ করে বলেন, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে এ ধরনের সেমিনার শিশু কিশোরদের শরীরবৃত্তিয় নানা সমস্যাবলী সমাধানে ও সচেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।