আমাদের কথা খুঁজে নিন

   

গত অর্থবছরের চেয়ে বেশি উদ্বৃত্ত ছয় মাসেই

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই গত অর্থবছরের পুরো সময়ের চেয়ে বেশি উদ্বৃত্ত ধরে রেখেছে বাংলাদেশ। আর আগের বছরের ছয় মাসের তুলনায় এই পরিমাণ প্রায় আড়াই গুণ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে লেনদেন ভারসম্যে ২৬৫ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১১৮ কোটি ডলার।

আর ২০১২-১৩ অর্থবছরের পুরো সময়ে (১২ মাসে) উদ্বৃত্ত ছিল ২৫২ কোটি ৫২ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এই বিপুল উদ্বৃত্তকে দেখছেন ‘প্রাচুর্যের বিড়ম্বনা’ হিসাবে।

শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে তিনি বলেন, সাধারণত কোনো দেশের লেনদেন ভারসাম্যে বড় উদ্বৃত্ত থাকলে ভালো বলা হয়। এটা অর্থনীতির সবলতার লক্ষণ। ধরে নেয়া হয়, রিজার্ভ বৃদ্ধির ফলে অর্থনীতির ভিত আরও শক্তিশালী হয়েছে।

“কিন্তু আমাদের দেশের বর্তমান পেক্ষাপটে এই উদ্বৃত্ত খুব ভালো ফল বয়ে আনছে না।

আমাদের অর্থনীতির বড় চালিকা শক্তি হচ্ছে আমদানি। কিন্তু যে হারে রপ্তানি বাড়ছে তার সঙ্গে তাল মিলিয়ে আমদানি বাড়ছে না। ”

এই অর্থনীতিবিদ বলেন, কাঙ্ক্ষিত পর্যায়ে আমদানি না বাড়ায় বৈদেশিক মদ্রার মজুদ বাড়ছে। এতে একদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ডলারের বিপরীতে টাকার মান আরো বেড়ে যেতে পারে; তাতে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই পরিস্থিতিতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের জন্য ফরাসউদ্দিনের পরামর্শ, বিনিয়োগ সহায়ক আমদানি আকর্ষণ করতে হবে। গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়াতে হবে। আর মনোযোগ দিতে হবে দেশি-বিদেশি উভয় বিনিয়োগের দিকেই।

 

উবৃত্তির এই দশা নিয়ে ফরাসউদ্দিনের সঙ্গে একমত বিআইডিএসের গবেষণা পরিচালক জায়েদ বখত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বেশ কিছু দিন ধরে দেশে যে অস্থিরতা চলছিল, তাতে ব্যবসা-বাণিজ্যের অনেক ক্ষতি হয়েছে।

বিনিয়োগও একপ্রকার স্থবির। ফলে আমদানি ব্যয় কমে এসেছে, উদ্বৃত্তি বাড়ছে।

“আপাতত রাজনৈতিক পরিস্থিতি ভালো বলেই মনে হচ্ছে। সংশয় হচ্ছে এ অবস্থা কতোদিন থাকবে। যদি দেশের পরিস্থিতি ভালো থাকে তাহলে অর্থবছরের বাকি ছয় মাসে হয়তো আমদানি বাড়বে।

তখন হয়তো বিদেশি লেনদেনের ভারসাম্যে এতোটা উদ্বৃত্ত থাকবে না। ”

বিনিয়োগ না বাড়লে চলতি ২০১৩-১৪ অর্থবছরে বাজেটে ঘোষিত ৭ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি প্রবৃদ্ধি) লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলেই মনে করছেন এই অর্থনীতিবিদ।

নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় চলতি হিসাবের অন্তর্ভুক্ত। এই হিসাব উদ্বৃত্ত থাকার অর্থ হলো, নিয়মিত লেনদেনে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। আর ঘাটতি থাকলে সরকারকে ঋণ নিয়ে তা পূরণ করতে হয়।

২০১২-১৩ অর্থবছরে লেনদেন ভারসম্যে মোট উদ্বৃত্তের পরিমাণ ছিল ২৫২ কোটি ৫০ লাখ (২ দশমিক ৫২ বিলিয়ন) ডলার। তার আগে ২০১১-১২ অর্থবছরে ৪৪ কোটি ৭০ লাখ ডলারের ঘাটতি ছিল।

জায়েদ বখত বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি বেশ ভাল। ছয় মাসের হিসাবে (ডিসেম্বর পর্যন্ত) ১৬ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। রেমিটেন্সের গতি কিছুটা ধীর হলেও জানুয়ারি থেকে তা বাড়তে শুরু করেছে।

“সে কারণেই বলছি, লেনদেন ভারসাম্যে বড় উদ্বৃত্ত আমাদের অর্থনীতির জন্য স্বস্তি বয়ে আনছে না। যদি স্বাভাবিক আমদানির পরও এই উদ্বৃত্ত থাকতো, তাহলে ভালো বলা যেত। ”

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ কার্যদিবস গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৮ দশমিক ১ বিলিয়ন ডলার।

আর জুলাই-ডিসেম্বর সময়ে আমদানি ব্যয় কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ১১ শতাংশ।

সার্বিক হিসাবে আমদানি ব্যয় কমলেও মূলধনী যন্ত্রপাতিরে (ক্যাপিটাল মেশিনারি) আমদানি কেন বাড়ছে- এ প্রশ্নের উত্তরে জায়েদ বখত বলেন, “আমি বেশ কিছুদিন ধরেই বলে আসছি ক্যাপিটাল মেশিনরি আমদানির নামে বিদেশে অর্থ পাচার হচ্ছে।

এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংককে তদারকি বাড়ানোরও অনুরোধ জানিয়েছি আমি। ”

জুলাই-ডিসেম্বর সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেড়েছে ৬৭ দশমিক ২৩ শতাংশ। আর নিস্পত্তির পরিমাণ বেড়েছে ১৬ দশমিক ৬০ শতাংশ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।