আমি সাম্প্রদায়িক । বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র রুপে দেখতে চাই। তবে সম্প্রদায় থাকবে একটাই, "বাংলাদেশি"।
___নববধূর ছোপ ছোপ রক্তের মতো
আমার কালি-দোয়াতে কবিতা আসুক -
_____বসন্ত আর প্রেমের কবিতা ।
_________সঙ্গে শুকনো পাতার মড়মড়ানি,
______________উথাল-পাতাল পাগলা হাওয়া ।
আমার শাদা খাতায় ফুল ফুটুক ।
__তেরটি অশুভ নীল ফুল ফুটুক ।
____বসন্তের ফুল, জংলী ফুল,
______অনাশ্রিত আর অবহেলিত ফুল;
________আমার মত নিভৃতচারী ফুল ফুটুক ।
ফুলে-ফুলে থাকবে প্রজাপতি ।
মাঝে মাঝে থাকবে-
কাটা আর অতি বিষাক্ত কিছু পতঙ্গের উঁকি ।
আমার কালিতে, আমার ডায়েরিতে,আমার শিরায়-উপশিরায়
তোমার জন্য; তোমাকে নিয়ে তেরটি অশুভ ফুল ফুটুক ।
তেরটি অশুভ ফুলে
সাতটি শুভ কাটা থাকুক ।
কাটায় আমার রক্ত থাকবে ।
শুভ কাটায় কিছু দূষিত জৈব ।
__আমার রক্ত আর হৃৎপিণ্ড
____আমার কবিতা আর ফুসফুস
______আমার তেরটি অশুভ ফুল
____________তোমার স্পর্শে শুচি হওয়ার অপেক্ষায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।