আমাদের কথা খুঁজে নিন

   

ডেথ বাই পিজা!

পিজার নাম 'ডেথ বাই পিজা'। মজাদার এই পিজাটি খাওয়ার পর জিহ্বা থেকে ঝরতে পারে রক্ত। আর এই বিশেষ ধরনের পিজা তৈরি করা হয় যুক্তরাজ্যের লিংকনশায়ারের স্লিফোর্ড এলাকার লিটল ইতালি পিজা পারলারে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এই পিজাটিতে ত্রিনিদাদের 'মরগুয়া স্করপিয়ন' জাতের ২০টি মরিচ ব্যবহার করা হয় যা পুলিশের মরিচের গুঁড়ার স্প্রের চেয়েও ঝাঁজালো। এটি এতোই ঝাল যে খেয়ে হৃদরোগে আক্রান্ত হবার সম্ভাবনা থেকে যায়।

লিটল ইতালি পিজা পারলারে বসে পিজা খাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। কেউ যদি ভয়ানক ঝাল এ পিজাটি চেখে দেখতে চান তাহলে পুরো পিজাটি শেষ করতে তাকে সময় দেওয়া হবে মাত্র ৩০ মিনিট।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।