আমাদের কথা খুঁজে নিন

   

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে ভূয়া ভোটার!

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণা যখন তুঙ্গে তখন ভোটার তালিকায় পাওয়া গেলো তিন ভূয়া ভোটারের সন্ধান!

নির্বাচনে ভূয়া ভোটার নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের নিকট মৌখিকভাবে এ ব্যাপারে অভিযোগ দিয়েছেন শিক্ষকরা।

সূত্রমতে, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০১৪ উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন সম্প্রতি ৩৫৭ জন শিক্ষকের তালিকা সম্বলিত ভোটার তালিকা প্রকাশ করে। প্রকাশিত ভোটার তালিকায় গণিত বিভাগের প্রভাষক মো: রোকনুজ্জামান (ভোটার নং-৩৪২) ও আজিজুল হক  (ভোটার নং-৩৪৫) এবং পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: মতিয়ার রহমান  (ভোটার নং-৩৪৯) এর নাম প্রকাশ করা হয়।

অথচ এই তিনজন এখন আর এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন। বিশ্ববিদ্যালয়ের ২২১ তম সিন্ডিকেট সভার ৪৯ তম সিদ্ধান্তের ভিত্তিতে গণিত বিভাগের প্রভাষক মো: রোকনুজ্জামান ও ২২২তম সিন্ডিকেট সভার ৫৫ তম সিদ্ধান্তের ভিত্তিতে আজিজুল হকের চাকরি বাতিল করা হয়। একইভাবে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো: মতিয়ার রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে যোগদান করায় ইবির ২২২ তম সিন্ডিকেট সভায় ৫৮তম সিদ্ধান্তের ভিত্তিতে তার চাকরি বাতিল করা হয়।

স্থায়ীভাবে চাকরি বাতিল হওয়ার পরও ভোটার তালিকায় ওই তিন জন শিক্ষকের নাম আসার ব্যাপারে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. সোলাইমান বলেন- 'রেজিস্ট্রার অফিস থেকে প্রাপ্ত তথ্য মতে ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। শিক্ষকরা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ওই তিন শিক্ষকের ভোট দেওয়ার অধিকার নেই বলে তিনি জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।