রোববার তামিম ফোনে কয়েকজন সাংবাদিকদের জানান, শনিবার রাতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি আকরাম খানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
তামিম জানান, আগামী তিন মাস কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নির্ভার হয়ে খেলতে চান তিনি। এ জন্যই সহ-অধিনায়কের চাপ নিতে চান না।
আকরাম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তামিমের চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও পদত্যাগ করতে চাওয়ার কারণ জানাননি।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটগ্রস্ত মুশফিকুর রহিমের জায়গায় সহ-অধিনায়ক তামিমকে বিবেচনা না করে মাশরাফি মুর্তজার নাম ঘোষণা করা হয়। আঙ্গুলের চোটের কারণে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেই মুশফিক।
বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানান, বিসিবি সভাপতি নাজমুল হাসান তামিমকে নির্ভার হয়ে খেলার সুযোগ করতে দিতে অধিনায়কের দায়িত্ব দেননি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।