রোববার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে আবাহনী ৩-০ গোলে ঊষাকে হারিয়েছে।
দুই দলেরই সংগ্রহ ২৪ পয়েন্ট করে। পয়েন্ট সমান হলে শিরোপা নির্ধারণের জন্য প্লে-অফ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু আবাহনী ও ঊষার কর্মকর্তাদের আবেদনে সাড়া দিয়ে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করেছে হকি ফেডারেশন।
যদিও লিগের বাই-লজে সেরা দুই দলের পয়েন্ট সমান হলে প্লে-অফ ম্যাচের বিধান রাখা হয়েছে।
কিন্তু খোদ হকি ফেডারেশনই সেই নিয়ম অনুসরণ করেনি।
এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেন, “দুই দলই এটা চেয়েছে। তাদের বক্তব্য হলো, একদিন পরই আরেকটি বড় ম্যাচ খেলা সম্ভব নয়। তাছাড়া সোমবার বিদেশি আম্পায়ারও চলে যাবে। তাই আমরা দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করতে বাধ্য হয়েছি।
”
উষার বিপক্ষে আবাহনীর জয়ের নায়ক পুস্কর খীসা মিমো। দলের তিন গোলের দুটোই তার। অন্য গোলটি পাকিস্তানি ডিফেন্ডার কাসিফ আলীর।
সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাসিফ এগিয়ে দেন আবাহনীকে। ৬৫ ও ৬৯ মিনিটে মিমোর দুটো গোলই ফিল্ড অ্যাটাক থেকে।
পুরো ম্যাচে ছয়টি পেনাল্টি কর্নার পেলেও একটিও কাজে লাগাতে পারেনি ঊষা।
এ মৌসুমে ঊষার বিপক্ষে এটাই আবাহনীর প্রথম জয়। আগের দুই মুখোমুখি লড়াইয়ের দুটোতেই ঊষা জিতেছিল, লিগের প্রথম পর্বে ২-০ আর ক্লাব কাপের ফাইনালে ৩-১ গোলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।