টেস্ট সিরিজে রানের দেখা পেতে মরিয়া ছিলেন তামিম ইকবাল। সিরিজের প্রথম তিন ইনিংসে দুই অংকের রানের দেখা পাননি। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে দেখা পেয়েছেন রানের। তবে বড় কোনো স্কোর (৩১) নয়। তারপরও দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের রানে ফেরায় স্বস্তি ফিরেছে টিম ম্যানেজমেন্ট শিবিরে।
এরপর ২৪ ঘণ্টা পার হয়নি, তার আগে আবারও অস্বস্তিতে পড়েছে টিম ম্যানেজমেন্ট। এবারও উপসর্গ তামিম। স্কোয়াড ঘোষণার দু'দিন পর টি-২০ সিরিজের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং তার সহযোগী বানানো হয় তামিমকে। এতেই বাঁধে বিপত্তি। সরাসরি বলতে না পারলেও ব্যাটিংয়ে বাড়তি মনোযোগের অজুহাতে সহ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেন তামিম।
তার ইচ্ছার কথা স্বীকার করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস। তবে সেটা গ্রহণ করা হয়নি। বিসিবি সভাপতি নাজমুল হাসান সিঙ্গাপুর থেকে ঢাকায় আসলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানান মিডিয়া চেয়ারম্যান। গত রাতে ঢাকায় আসার কথা বিসিবি সভাপতির। আগামী ১২ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-২০ ম্যাচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
স্টেডিয়ামে এটাই প্রথম টি-২০ ম্যাচ।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন পেসার আল-আমিনের বল ধরার সময় আঙুলে চোট পান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সেই ব্যথায় তৃতীয়দিন ফিল্ডিং করেননি টাইগার অধিনায়ক। তার অনুপস্থিতিতে মাঠে নেতৃত্ব দেন সহ অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তার দল পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেন অনেক বোর্ড পরিচালক।
তাই অনেকটা বাধ্য হয়েই পরের দিন মাঠে নামেন মুশফিক। নেতৃত্ব দেন দলকে। কিন্তু কিপিং করেননি। ব্যাটিং করেছেন। তারপরও ভবিষ্যতের কথা ভেবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দুটি টি-২০ ম্যাচের জন্য যে স্কোয়াড ঘোষণা করেন, তাতে জায়গা হয়নি মুশফিকের।
বিশ্রাম দেওয়া হয় তাকে। স্কোয়াড ঘোষণা করে জানানো হয়নি অধিনায়কের নাম। মুশফিকের জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে, এ নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে। তাতে আলোচনায় আসে সাকিব আল হাসান, মাশরাফি ও মাহমুদুল্লাহ রিয়াদের নাম। শেষ পর্যন্ত অভিজ্ঞতার বিবেচনায় বিসিবি সভাপতি নিজ ইচ্ছায় টি-২০ সিরিজের জন্য অধিনায়ক মনোনীত করেন মাশরাফিকে।
মাশরাফি বাংলাদেশের পঞ্চম টি-২০ অধিনায়ক। আগের চার অধিনায়ক শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এর আগে এক টেস্ট ও ৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি।
টেস্ট সিরিজের সহ অধিনায়ক ছিলেন তামিম। টি-২০ স্কোয়াড ঘোষণার পর অনেকেই মনে করেছিলেন ঘরের মাঠে হয়তো টাইগারদের নেতৃত্ব দিবেন এই বাঁ হাতি ওপেনার।
হয়তো আশ্বাসও পেয়েছিলেন। কিন্তু ভাগ্যে শিকেয় না ছেড়ায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরশু রাতে অধিনায়ক হিসেবে মাশরাফির নাম ঘোষণার পর তামিম বিসিবি পরিচালক আকরাম খানকে মেসেজ দিয়ে জানান তার ইচ্ছার কথা। অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আকরাম। তবে মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস সরে দাঁড়ানোর বিষয়ে বলেন, 'আমরা তার সহ অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা শুনেছি।
তবে এখনো সেটা গ্রহণ করিনি। বিসিবি সভাপতি সিঙ্গাপুর থেকে আসার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। '
ক্রিকেট পাড়ায় গুঞ্জন, তামিম অভিমান করেই সহ অধিনায়কত্বের পদ ছেড়েছেন। যদি বিসিবি সভাপতি তাকে সহ অধিনায়ক না করেন, তাহলে হয়তো নাসির হোসেনকে দেখা যাবে মাশরাফির ডেপুটি হিসেবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।