গত সেপ্টেম্বরে পিএসজির মাঠের লড়াইও ১-১ গোলে ড্র হয়েছিল।
ম্যাচের অষ্টম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক মোনাকো।
ব্রাজিলের মিডফিল্ডার চিয়াগো মোত্তার কর্নার থেকে গোলটি করেন তিনি।
পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া মোনাকো অনেকগুলো সুযোগ পেলেও আক্রমনভাগের ব্যর্থতায় গোলের দেখা পাইনি। ফলে ঐ ব্যবধানেই জয়ের স্বপ্ন দেখছিল অতিথিরা। তবে ৭৪ মিনিটে মোত্তার স্বদেশী চিয়াগো সিলভার আত্মঘাতী গোলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।
এই ড্রয়ের ফলে লিগের শীর্ষ দুইয়েও কোনো পরিবর্তন হয়নি। ২৪ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৫৫; পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।