আমাদের কথা খুঁজে নিন

   

দশ ট্রাক অস্ত্র মামলা নিয়ে আরেক কিস্তি

অনেকেই বলবেন, এসব নিয়ে ঘাঁটাঘাটির দরকার নেই। তাতে ‘দেশের ভাবমূর্তি’ বিনষ্ট হবে (আর খুশি হবে ভারত)। কী আশ্চর্য, প্রতিবেশি দেশের বিদ্রোহীদের জন্য দেশের মাটি ব্যবহৃত হলে ভাবমূর্তি নষ্ট হয় না; নষ্ট হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে। আরেকটি মুশকিল হল, এসব ভদ্রলোক তাকাচ্ছেন না পাকিস্তানের পরিণতির দিকে। দেখতে পাচ্ছেন না, আফগানিস্তানে তালেবানের কাছে যুদ্ধাস্ত্র পাঠানোর কারবার করতে করতে খোদ পাকিস্তানে কীভাবে সুলভ হয়ে উঠেছে ওইসব অস্ত্র। তার চাহিদাও সৃষ্টি হয়েছে দেশটিতে। সেখানে প্রায় প্রতিদিন যা ঘটছে– বাংলাদেশেও কি আমরা তেমনটি দেখতে চাই? প্রশ্ন তাই শুধু ভারতকে খুশি করা নয়; নিজেকে নিরাপদে রাখারও। বাংলাদেশের ক্ষেত্রে দ্বিতীয়টিই প্রধান উদ্দেশ্য বলে বিবেচিত হবে। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।