আমাদের কথা খুঁজে নিন

   

♣ “আমার সারাবেলা” ♣ (প্রিয় কবিতাগুলি-১)

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। তোমাকে দেখব বলে আজ চোখ মেলেছিলাম সকালে, তুমি এলেনা আমার কাছে, দেখলেনা আমার সকালের সূর্য । মাঝ দুপুরে রোদ গুলোকে খাচায় বন্দী করে রাখলাম, তোমাকে দেব বলে, নিলেনা রোদজ্বলা ভালবাসাটুকু, রয়ে গেলে দুরে । বিকেলের স্নিগ্ধ বাতাস হতে একটু মিষ্টতা কিনেছিলাম তোমার জন্যে, পারলাম না দিতে সঁপে তা তোমার চরণে, তুমি যে আমায় ছেড়ে রয়েছ, দূর জীবনে । গোধূলির রঙে রাঙানো একরাশ স্বপ্ন রেখেছিনু, তোমায় দেখাবো বলে শুধু, তোমার অখিপটে স্বপ্নের মেলা তাই, তাও দেখলেনা হে বধু । এখন এই রাত প্রহরে বসে আছি প্রতিক্ষায়, আস যদি একবারও আমার পাশে, বল যদি ভালবাস মিষ্টি হেসে, ভুলে যাব সবই ভালোবেসে………….

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।