আল্লাহ কে চেনা হে মানব কিসের লাগি হয়ে বিভাগি নিজ মনে অনুক্ষন দাও যাতনা সহসা তারে ভুলে ভুল পথে যাও চলে নহে চিন তারে সেই বিধাতারে যার নিকট চাইতে জানলে পুড়ায় বাসনা । তোমাতে অভাব কত যে দিকেই তাকাও সাধ্য কি , যাই চাহে এ হৃদয় তা কি যথেচ্ছা পাও আকাশের দিকে দেখ দৃষ্টি হেনে ব্যর্থ ক্লান্ত হয়ে তাই বারে বারে ফিরিবে নিমিষে তোমারই তরে তাই চিত্ত বিধাতার পানে রাখ এক মনে ফলিবে সুফল কত রহমতে অবিরত আকুল হৃদয় খুলে চাইতে যে জানে । এম জি আর মাসুদ রানা কবি / সাহিত্যিক / ও গবেষক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।