আমাদের কথা খুঁজে নিন

   

গত কয়েকদিনে যেসব মুভি দেখলাম -১ : In July

In July/ইম জুলি : মুভির শুরুতে দানিয়েল কে যে অবস্থায় দেখি, তাতে ও যে নায়ক এটা বুঝতেই পারিনি। কাহিনিটা ইন্টারেস্টিং। হামবুর্গে বসবাসকারি জুলি দানিয়েল কে পছন্দ করে। সরাসরি না বলতে পেরে সে আশ্রয় নেয় একটা মায়ান সূর্য আংটির। আংটিটা দানিয়েলের কাছে এই বলে বিক্রি করে যে দানিয়েলর সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়া যাবে এই সূর্য আংটির মাধ্যমে, সে মেয়ের ও থাকবে সূর্যের কোন একটা চিহ্ণ।

আসলে জুলির নিজের একটা সূর্য ট্যাটু করা থাকে আর ও প্লান করে সূর্য আঁকা ড্রেস পড়ে রাতের পার্টিতে দানিয়েলের সাথে দেখা করবে। কিন্ত বিধিবাম, মেলেক নামে আরেক মেয়ে সূর্য আঁকা ড্রেস পড়ে জুলির আগেই সেখানে হাজির হয় আর দানিয়েল তাকে নিজের সত্যিকারের ভালবাসা ভেবে নেয়। কিন্তু মেলেক যাবে ইস্তাম্বুলে, শুক্রবার রাতে বসফরাস ব্রিজের নিচে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। পরদিন প্লেনে করে মেলেক চলে যায় ইস্তাম্বুল। দানিয়েল মেলেকের কোন ঠিকানা জানা না থাকায় ইস্তাম্বুলে সেই ব্রিজের নিচে গিয়ে মেলেকের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়।

ওদিকে ব্যর্থ মনোরথে জুলি প্লান করে দুরে কোথাও চলে যাবার । কিন্ত ভাগ্য জুলিকেও নিয়া যায় ইস্তাম্বুলের পথে। পথে পথে ঘটে চলে দারুন সব মজার ঘটনা। কয়েকটা শট ভাল না লাগলেও, ওভারঅল মজার একটা মুভি। ২০০০ সালে পরিচালক Fatih Akin নির্মিত জার্মানির এই রোমান্টিক কমেডি মুভির আইএমডিবি রেটিং: 7.7।

টরেন্ট লিংক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।