আমাদের কথা খুঁজে নিন

   

সাগর-রুনি হত্যার ৭৩২ তম দিন আজ। প্রশাসনিক অক্ষমতায় উদ্বিগ্ন আমরা!




এমন ঘোর অন্ধকার আমরা মেনে নিতে পারিনা। আমাদের সবার প্রশ্নকে ছাপিয়ে সাগর-রুনি'র সন্তান ছোট্ট 'মেঘ' এর মনে যে কঠিন প্রশ্ন তৈরী হয়েছে, তার উত্তর কোথায়? প্রশাসন কি বলবে এই নিষ্পাপ শিশুটিকে? এই শিশুটির মনে পৃথিবীর সবকিছুতে অবিশ্বাস, অনাস্থা, অনাগ্রহ সর্বপোরী প্রবল ঘৃনা তৈরী করে দেবার যে ভয়াবহ দায়িত্বহীনতা আমরা দেখছি তার দায় সত্যিকার অর্থে কার? কোন সত্যকে আঁকড়ে ধরে 'মেঘ' মানুষকে 'মানুষ' বলে সম্মান করতে শিখবে? সাগর-রুনি হত্যার সেই নৃশংসতা এবং আজ পর্যন্ত তার কোন কূল-কিনারা না করতে পারার অক্ষমতা কার/কাদের? দেশ-বিদেশে ছড়িয়ে পড়া এমন নৃশংস ঘটনার পর সাগর-রুনি'র শিশু সন্তানের সুস্থভাবে বেড়ে ওঠার পথটা কি? অন্তত ওর ন্যায়্য প্রশ্নের উত্তর দেবার দায় কার?

আজ সাগর-রুনি হত্যার ৭৩২ তম দিন। এখনও অন্ধকারেই আমরা!!!! আমরা উদ্বিগ্ন, আমরা লজ্জিত। তবুও লক্ষ লক্ষ চোখ খোলা রেখেছি এই আমরাই। সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচার হতেই হবে... হবেই হবে..।

সমস্ত বাংলা ব্লগারের পক্ষ থেকে 'মেঘ'র জন্য ভালবাসা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।