আমাদের কথা খুঁজে নিন

   

দেহ বিলীন পাখিরা

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

দেহ বিলীন পাখিরা
____________




কবরস্থানে বৃক্ষ ও কবর নিধোন শুরু হলে দেহ বিলীন সুকন্ঠি পাখিরা মানুষ ও মৃত মাছেদের উদরে ঢুকে পড়ছে
ভীড় রাস্তায়

তিন সুফি আর তিনশ মানুষের বিকৃত ও অবিকৃত হাড়ের সাথে খোয়া বালির মিশ্রন
পিচ পাথরের মোলায়েম প্রলেপের অপেক্ষায়

কবরস্থান থেকে পথচারির আবাস অবধী মৃত মানুষ ও মাছেরা
পাখিদের ডাক ডেকে যায়

পূরবী থেকে কালশি হয়ে অনন্তের পথে পথচারিরা এখন প্রশস্ত রাস্তায়...।।



______________
_____ বাকী অরিন্দম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।