নির্বাচনের রাজনীতি এখন গ্রামে ফিরে গেছে। ভোটের হাওয়া বইছে গ্রামীণ জনপদে। টাকা উড়ছে। ঝড় বইছে চায়ের কাপে। উপজেলা নির্বাচন নিয়ে রাজনৈতিক মেরুকরণে রূপ নিয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চল।
৩১ মার্চের মধ্যে দেশের ৪৭৭টি উপজেলায় পাঁচ দফায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম নির্বাচনটি হবে আর মাত্র এক সপ্তাহ পর ১৯ ফেব্রুয়ারি ৯৮ উপজেলায়। দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপে ৮৩ উপজেলায় নির্বাচন হবে ১৫ মার্চ। সব মিলিয়ে আগামী মার্চের পুরোটা সময় নির্বাচনের উত্তাপে সরগরম থাকছে সারা বাংলাদেশ।
দশম জাতীয় সংসদ নির্বাচনের অপূর্ণতা এবার দেশের মানুষ পূরণ করবে উপজেলা নির্বাচনে ভোট দিয়ে। এ জন্য নির্বাচনী আবহে উত্তাল শহর-বন্দর-গ্রাম। নিজেদের প্রার্থী সামনে রেখে পক্ষে-বিপক্ষে বিভক্ত হয়ে প্রচারণায় নেমে পড়েছে সাধারণ মানুষ।
নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঝিমিয়ে পড়া স্থানীয় প্রশাসনও মেতে উঠেছে নতুন উদ্দীপনায়। স্থানীয় সরকারের এ নির্বাচন আর রাজনীতির বাইরে থাকছে না।
সরকারি দল আওয়ামী লীগের প্রার্থীরা যেমন মাঠে আছে তেমনি বিএনপির প্রার্থীরাও মাঠের বাইরে নেই। তারা গত সংসদ নির্বাচনে অংশ না নিলেও উপজেলা নির্বাচনের সুযোগটি হাতছাড়া করতে চাইছেন না। মাঠে আছে অন্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। বিশেষ করে সংসদ নির্বাচন ঠেকানো নাশকতার দায়ে পালিয়ে বেড়ানো জামায়াতে ইসলামীও উপজেলা নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছে। রাজনৈতিক দলের নিজস্ব প্রার্থীদের বাইরে নির্বাচনে প্রার্থী হয়েছেন অনেক বিদ্রোহী নেতা।
এটা আওয়ামী লীগ ও বিএনপি দুই সংগঠনেই রয়েছে। মাঠ পর্যায়ের কর্মীরা বলেছেন, মূলত দুই দলের বিদ্রোহী প্রার্থীরাই উপজেলা নির্বাচনকে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছেন। প্রায় প্রতিটি উপজেলায় প্রধান দুটি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে জানা গেছে। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে উপজেলা নির্বাচন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর হতাশ বিএনপির রাজনীতি অনেকটাই স্থবির হয়ে পড়েছিল।
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে সেটি আবার চাঙ্গা হয়েছে বলে মনে করা হচ্ছে। দলের নেতা-কর্মীরা উপজেলা নির্বাচনকে ঘিরে আবার সক্রিয় হয়ে উঠেছেন।
এদিকে সারা দেশ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিরা উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সর্বশেষ খবর পাঠিয়েছেন_
চট্টগ্রাম : উপজেলা নির্বাচনে চট্টগ্রামে বিভক্তি ঠেকাতে পারেনি আওয়ামী লীগ-বিএনপি। নির্বাচনের আগে প্রার্থী নির্বাচনী যুদ্ধে জয়ী হতে পারল না দুই দলই। তাদের জয়ের ক্ষেত্রে অন্তরায় হবেন নিজ দলের প্রার্থী।
ফলে এবার 'দলের কাছেই দলের হারার' শঙ্কা দেখা দেবে। জানা গেছে, চট্টগ্রামের অধিকাংশ উপজেলাতেই আওয়ামী লীগ-বিএনপির বিদ্রোহী প্রার্থীরা দলের মূল প্রার্থীদের জন্য বিপদের কারণ হতে পারেন। এমনকি এক দলের বিভক্তির ফল ঘরে তুলতে পারেন অন্য দলের প্রার্থী।
রংপুর : রংপুরে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে এমন অভিযোগের পাল্লা ভারী।
জেলার আট উপজেলার মধ্যে প্রথম ধাপে তিনটির ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি। এসব উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিঠাপুকুর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা জামান পারভেজ।
জামালপুর : জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে দুজন প্রার্থীর মধ্যে আমজাদ হোসেন ভোলা মলি্লককে দলের একক প্রার্থী ঘোষণা করেছে জেলা বিএনপি। গতকাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন এক যৌথসভায় এ ঘোষণা দেন।
মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত প্রচার, গণসংযোগ ও সমাবেশ নিয়ে। চলছে ভোটারদের মন জয় করার নানা কৌশল। উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন প্রার্থীরা। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি থেকে একক প্রার্থী দেওয়া হয়েছে। চেয়ারম্যান পদে দুই বড় দলের একক প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াই হবে।
পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান পদে তাদের দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসাহাক আলীকে চেয়ারম্যান পদে মনোনীত করা হয়েছে।
বগুড়ায় দুই শিবির কর্মীর জেল : বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউল করিম শ্যাম্পুর পোস্টার ছেঁড়ার দায়ে ইসলামী ছাত্রশিবির দুই কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সোনাতলা উপজেলার মধ্য দীঘলকান্দি গ্রামের নাসির উদ্দিনের ছেলে তাহাজ্জল ইসলাম (২৮) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে আবু জোবায়ের (২৩)।
ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনে গতকাল বিকালে জনগণের মুখোমুখি 'সঠিক প্রার্থী নির্বাচন' অনুষ্ঠানে তিন প্রার্থী এক মঞ্চে ওঠেন।
সচেতন নাগরিক সমাজ ও টিআইবির উদ্যোগে অনুষ্ঠানে এক মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল আলিম, আওয়ামী লীগের প্রার্থী কনককান্তি দাস ও জাতীয় পার্টির প্রার্থী এম হারুন অর রশীদ।
বরিশাল : বরিশাল সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলের সমর্থন না পেয়ে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম সহিদ এবং বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা জাকির হোসেন নান্নু গতকাল শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
বগুড়া : বিএনপির সংস্কারপন্থি হিসেবে বহুল আলোচিত বগুড়ার সাবেক এমপিরা উপজেলা নির্বাচনে নিজেদের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছেন। সংস্কারপন্থি হিসেবে পরিচিতি পাওয়া বগুড়া-৫ আসনের সাবেক এমপি জি এম সিরাজ ও বগুড়া-৪ আসনের সাবেক এমপি ডা. জিয়াউল হক মোল্লা উপজেলা নির্বাচন সামনে রেখে মাঠে নেমেছেন।
তারা নিজেদের পছন্দের নেতাদের বিএনপির চেয়ারম্যান প্রার্থী করে বিজয়ী করতে তৎপর হয়ে উঠেছেন।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল তিনজনের মধ্যে আওয়ামী লীগের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় দুজন প্রার্থী রয়েছেন। তারা হলেন বিএনপির খন্দকার সেলিম জাহাঙ্গীর ও আওয়ামী লীগের আবদুল হক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।