আমাদের কথা খুঁজে নিন

   

আজ রাতে লজ্জাগুলো উঁবে যাবে তবে __ আমার রঙিন জামার // শাফিক আফতাব //



রাত্রিগুলোর বয়স বেড়ে গেলো, গাঢ় থেকে গাঢ়তর হলো আঁধারের কনা,
সাত সমুদ্রের ওপারে সোনার পালঙ্কে ঘুমায় আমার লক্ষ্মীসোনা,
আমি শহরের দালানদামে নিঃসঙ্গ এক জীব করে যাই ব্যর্থ-ব্যঞ্জনা __
প্রেয়সী পাল্টায় বুঝি আজ রাতে তার সফেদ অন্তর্বাসের তেনা।

আমার ভাবনাগুলো গাঢ় হয়ে এলো, আমার রক্তরা ছড়াতে থাকলো সুবাস
আমার প্রশ্বাসে নির্গত হতে থাকলো গোলাপগুচ্ছের ঘ্রাণ
অন্তর্গত সৌন্দর্য ক্রমশ ধীরে ধীরে হতে থাকে প্রকাশ
ভোরের পুকুরের হংসীর মতোন একা একা করি যেন স্নান।

কোথাও ঘটেনা কিছু, তবু পৃথিবীর অভ্যন্তরে জমানো পুলক
আগ্নেয়গীরির মতোন লাভা উৎগীরণ করতে চায় __
গাঢ় আঁধারের রাতে তুমি নেই, তবু যদিও ভালোবাসা অমুলক,
তোমার সান্নিধ্য পেতে আমি আজ ভরেছি ভালোবাসায়।

আঁধারের পর্দা সরায়ে আজ রাতে যদি আসে প্রেয়সী আমার
আজ রাতে লজ্জাগুলো উঁবে যাবে তবে __আমার রঙিন জামার।
১১.০২.২০১৪






অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।