আমাদের কথা খুঁজে নিন

   

ভরা বুক পকেট আমার প্রেমহীন

হমম আজকে একটা কবিতা লিখবই যদিও কবিতার কিমিয়া আর মাত্রা ছন্দ কিছুই আমার জানা নেই , তবুও কলম ধরবই হোক না সাহিত্য মানে অধম , ছন্দ মাত্রাহীন - তবুও লিখতে আমি বসবই। আমার সদ্য জন্মানো কবিতাটিকে আমিই ভালোবেসে জড়িয়ে নেব - সংগোপনে। হাত থেমে যায় শুন্যেই - মনে পড়ে তখন তোমার ছিলো দার্জিলিং যাবার শখ আমি চেয়েছিলাম হতে মেঘ - দার্জিলিংয়ের আকাশে, বিজয় সরনী ধরে তোমার হেটে যাওয়ার কথা শুনে' আমি চেয়েছিলাম শিশির হতে বিজয় সরনীর ঘাসে। সপ্তম স্বর্গে বসে তুমি চোখ রাখো লাল সাদার খেলায়, অন্যমনস্ক তোমার একটু আংগুলী হেলায়, প্রবল গোপনীয়তা ঠেলে আমার গোপনতা বেরিয়ে আসে। তীব্র সুখের অসুখে আমি ভুলে যাই হাইফোবিয়া ভুলে যাই একটা টেবিল , ভুলে যাই বাসাবাসি পাশাপাশি, ভুলে যাই ফ্রেন্চ ফ্রাই, ভুলে যাই কালো কফির সাদা পেয়ালা।

দেখি - অজস্র চোখ মেলে চেয়ে আছে সুন্দর সন্ধ্যাটা , অপার্থিব নির্জন বিষন্নতা আমায় ডাক দেয়। তোমায় বলব বলে বুক পকেটে ভাজ করে রাখা শব্দরা - ফিসফিস । বৃষ্টিস্নাত সেই সন্ধ্যায় অপলক মুখশ্রী এক পশলা আমার ভেতরে ঘটায় রক্তপাত। এক জীবনের ভালবাসা তুচ্ছ মনে হয় , অবলীলায় একটি আনকোড়া কবিতার জন্য আমি শুণ্যতায় ঝাপ দেই , হাওয়ায় ভাসতে ভাসতেই আমার মনে পড়ে যায় কি যেন বলব ভেবেও বলা হলো না তোমায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।