আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া(৬৮)-'সংবর্ধনায় হাজার লোক-ভোটকেন্দ্র ফাঁকা'।

সংবর্ধনায় এখন দেখি হাজার মোটর বাইক,
দলীয় ও নেতার মানুষ আর মাঠ ভরতি মাইক।
বিনা যুদ্ধে জিতে গেলেন ‘পপুলার’ সব নেতা,
ক’জন বুঝেন এলাকার লোকের সুখ দুখ ও ব্যথা?
এতদিন ভোটার রাজা হতেন অন্তত একদিন,
এবার তারা তাও পেলেন না-এমনই ভাগ্যহীন!
বিনা যুদ্ধে জয়ী হওয়ায় আছে কি খুব সম্মান?
বাংলাদেশের রাজনীতিতে নতুন ধরনের শ্লোগান।
ভোটের দিনে ভোটার বিহীন অনেক কেন্দ্রই ছিল ফাঁকা,
নেতাদের লোক,দলীয় মানুষের উচিত ছিলনা থাকা?
তাহলে অন্তত ঘুচে যেতো শূন্য কেন্দ্রের বদনাম,
ওই দিন তারা কোথায় ছিল-যাদেরকে সংবর্ধনায় দেখলাম?
সব প্রশ্নের জবাব হয়না,সব কথার নেই উত্তর,
নেতাদের কাছে জানতে গেলে ধমকে বলবে,’ধুত্তোর!
এদেশের রাজনীতিতে কেমনতরো এ খেলা?
আরো অনেক শুনতে হবে,দেখতে হবে অকান্ড মেলা।।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।