বাংলাদেশের ক্রিকেটের বহু সাফল্যের সাক্ষী টাইগারদের পয়মন্ত ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এ মাঠে টেস্ট ও ওয়ানডেতে মিলে ২৫ আন্তর্জাতিক ম্যাচ হলেও টি-২০ আন্তর্জাতিক ম্যাচের স্বাদ মিলেনি টাইগারদের দুই হাত উজাড় করে দেওয়া এ ভেন্যুটির। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে টি-২০'র খরা মুচল। টাইগারদের টি-২০ আন্তর্জাতিক ম্যাচের সূচনার প্রায় আট বছর পর কাল টি-২০ ভেন্যু হিসেবে অভিষেক হলো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের।
২০০৬ সালের ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যেকার তৃতীয় একদিনের ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করে সাগর পাড়ের এ ভেনূ্যটির।
একদিনের ম্যাচের অভিষেকের দুইদিন পর পদচারণা ঘটে টেস্ট অঙ্গনেও। আন্তর্জাতিক অভিষেক নয় বছরের মাথায় অভিষেক হল আন্তর্জাতিক টি-২০ ম্যাচেরও।
চট্টগ্রামের টি-২০ অভিষেকের দিনে স্টেডিয়াম পাড়ায় নামে দর্শকদের ঢল। চট্টগ্রামের টি-২০'র অভিষেক দেখতে দুপুর থেকেই স্টেডিয়ামের বাইরে লাইন ধরে অপেক্ষা করতে থাকে দর্শকরা। স্টেডিয়ামের প্রবেশ মুখেই দর্শকের দীর্ঘ সারি।
বিকাল ৫টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও দুইটা থেকে স্টেডিয়ামের সামনে দর্শকদের দীর্ঘলাইন। দর্শকদের ভিড় সামলাতে সাগরিকা বিটাক মোড় থেকে স্টেডিয়াম পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিকাল চারটার মধ্যে দর্শকে ভরে যায় গ্যালারির একাংশ। খেলা শুরু হওয়ার আগে মাঠে দর্শকে টইটুম্বুর হয়ে পড়ে। হাতে পতাকা।
মুখে লাল সবুজের উল্কি। বাংলাদেশ, বাংলাদেশ চিৎকার। লঙ্কান ব্যাটসম্যানদের পতনের সঙ্গে সঙ্গে গলা ফাটানো উল্লাস। খেলা মাঠে গড়ানোর সময় ২০ হাজার ধারণ ক্ষমতার এ স্টেডিয়াম কানায় কানায় ভরে উঠে।
সাইফ বাবুর অনেক ক্রিকেট ভক্ত খেলা দেখতে মাঠে এসেছেন নানা প্রতিকূলতা পেরিয়ে।
তাদের সব কষ্ট দূর হবে বাংলাদেশ আজ জিতলে। এমনই মনে করে তারা সবাই। তাদের অনেকের প্রত্যাশা লোকাল হিরো হার্ড হিটার ব্যাটসম্যান তামিমের ব্যাটিং শৈলী দেখা। শ্রীলঙ্কার দেওয়া ১৬৯ রান চেঞ্জ করতে গিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ৩৯ রান নিয়ে সে প্রত্যাশা অনেকটা পূরণ করেছে তামিম-বিজয় জুটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।