আমাদের কথা খুঁজে নিন

   

আজি ব্যাকুল বসুন্ধরা সাজে রে

বাতাসের ফিসফাসে বাজে রবি-গানের সুর- আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো/আজি ভুলিয়ো আপন পর ভুলিয়ো।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, বৃহস্পতিবার ফাল্গুনের প্রথম দিন, নিসর্গে ঋতুরাজের রঙিন শাসন শুরু।

আরেক বৈশাখে নতুন বছর শুরুর আগেই পুরনো পাতা ঝরে নবপত্রপল্লবে জেগে উঠবে বৃক্ষরাজি; ফুলে ফুলে সাজাবে উৎসব।

নবযৌবনের ঋতুকে বরণ করে নিতে ফাগুনের প্রথম প্রভাতেই শুরু হয়ে গেছে সে উৎসবের। রাজধানীর শাহবাগ, চারুকলা, টিএসসি, পাবলিক লাইব্রেরি আর উদ্যানে উদ্যানে নর-নারীর বাসন্তী সাজ মনে করিয়ে দিচ্ছে- ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকালে বসন্ত বরণের মূল অনুষ্ঠান শুরু হয় এসরাজ বাদনে। বর্ণিলসাজে নানা বয়সী মানুষের অংশগ্রহণে নাচে-গানে বরণ করে নেওয়া হয় ফাগুনকে।

বকুলতলায় উৎসবের বৈকালিক অধিবেশন বেলা সাড়ে ৩টায়। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বিকলা ৪টা এবং বাহাদুরশাহ পার্কে সাড়ে ৪টা থেকে রয়েছে বসন্ত উৎসবের আয়োজন।

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের দিনব্যাপী কর্মসূচিতে আরো আছে প্রীতিবন্ধন বিনিময়, বসন্তকথন পর্ব, শোভাযাত্রা ও আবির উৎসব।



ফাগুনের প্রথম দিনে বসন্তের রঙ থাকবে বইমেলাতেও। ১৯৫২ সালে এমনই এক বসন্তের দিনে সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেক ভাষা শহীদের রক্তের বিনিময়ে বাঙালির রাষ্ট্রভাষার মর্যাদা আদায় হয়েছিল।

তারই স্মরণে প্রতি বছর এই ফেব্রুয়ারিতেই বাংলা একাডেমিতে বসে বাঙালির মননশীলতার উৎসব- অমর একুশে গ্রন্থমেলা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।