১৮ ওভার শেষে আনামুলের রান দেখে ভয় পাইছিলাম । প্রায় ৩৬ বলে ৩৬ রান !!!
১৮ ওভারের মদ্ধ্যে ৬ ওভারেই ও শ্রীলংকার হয়ে অসাধারণ রান চেক দিয়েছে।
কিন্ত লাস্টে সেট হয়ে যে খেলেটা দিয়েছে অসাধারণ।
তবে ,আমাদের কোচিং প্যানেল এখনো ক্রিকেট বুঝল না । ২ ওভারে যখন প্রায় ৩০ রানের মত লাগে,হাতে অফুরন্ত উইকেট তখন সোহাগ গাজীর মত পরীক্ষিত স্ট্রোক প্লেয়ার কে না নামিয়ে ফরহাদ রেজার মত পরীক্ষিত একজন ব্লকার কে নামাইছে ।
কবে যে এরা খেলার ধরণ বুঝে সিদ্ধান্ত নিতে শিখবে খোদায় জানে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।