আমাদের কথা খুঁজে নিন

   

আজ বসন্ত


মৌমাছির গুঞ্জরণ, কোকিলের কুহুতান
দখিনা হাওয়ার চঞ্চল শিহরণ -
প্রকৃ্তি কোলে খুলে লাজ, এসেছে বসন্ত ঋতুরাজ ।
আজ মনে দোলে আনন্দ জাগা নিয়া-
অমল কিরণ হেরে কুসুম দোলে আকাশে তাকাইয়া,
হায়, আনন্দ জাগা নিয়া ।
ফাগুনী সমীরণে ফুটে শীহরণ ত্বকে
আবীরঝলকে চোখের পাতায় ভাব জাগে বুকে
বসন্তের উথলা আলোকে হারিয়ে যেতে চায় মন –
বনে বনে পাখি গীতে মধুর স্ফীত গুঞ্জরণ ।
নতুনরূপে সেজেছে প্রকৃ্তির মধুশালা-
তরুণের মন আজ উথলা-উচ্ছলা,
গলে গলে পড়ে বনি-মালা, আনন্দযজ্ঞে ঢলা ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।