এক রাতে স্বপ্নে এলো পরী
জোছনা ভরা মাঠে আমি তার হাত ধরি
ঝাটকা মেরে হাত ছাড়িয়ে
কয়েক পা উল্টো বাড়িয়ে
"দুষ্টু ছেলে" বলল হেসে দাঁত খেলিয়ে
মাথাটা আমার ঘুরিয়ে দিয়ে
"তুমিতো এক ভারি বোকা,
তোমায় আমি দেব ধোকা"
বললাম আমি, "দাও না তাই,
তোমার কাছে এইতো চাই"
বলল পরী, দেবনা তাহলে,
কষ্ট দেব কথা না বলে"
ভাবলাম আমি, কি আসে যায়
দেখতেইতো শুধু মন চায়
থাকতে থাকতে তুমি নির্বাক
সময়গুলো যায় কেটে যাক
বলল পরী, "তা হবে না,
করতে বলি যা বলি তা,
হাতটা আমার ধরতো এসে"
মনে হল যাচ্ছি ফেসে
ফাসতে আমি চাইছিও খুব
সে যা বলে তাই করি, "চুপ"
বললাম আমি নিজেকে নিজে
লাগছে আমার ভালো কি যে
এলো হাওয়া ঊড়িয়ে যেন
নিল মনের সকল কেন
বললে পরী হাসি আমি বললেই থেমে যাই
পরী ছাড়া দুচোখে আমার আরতো কিছু নাই
বললাম আমি, "বলনা আরও,
বলতে তুমি যা যা পারো
চাইলে তুমি ঘাসও খাব
তাহলে কি তোমায় পাব"
বলল পরী, "দূর যা গাধা,
মনটা তোমার ভারি সাদা
কি করে যে তোমার হই
পরীতো আমরা মানুষের নই"
"না বলোনা এমন কথা
মানুষ পরীর অসারতা
দূর গালিচায় চাইলে তুমি
দৌড়ে আসব ওই দূর ভূমি
চাও কি তুমি ঝাপ দেব আর
ভরব নদী ভেঙে সব পাঁড়"
"আরে তুমি বলছ কি সব"
শান্ত পরী তুলল রব
শুনলে লোকে বলবে কি যে
পাগলা ঢিল ছুড়বে পিছে"
"যত পারে ছুড়ুক ঢিল
মারতে থাকুক ঘুষি-কিল
তবু কি তুমি আমার হবে
যতটা চাই ততটা রবে"
"কি যে তুমি বলছ ছেলে
আমায় দেখছি মেরে খেলে"
"নাগো তোমায় খাবনা মেরে
কেবল তুমি যেয়োনা ছেড়ে"
"যেতে আর পারলাম কই
একদিন যেন তোমার হই
এবার আমায় দাওনা যেতে
মতো হলে এখনই পেতে"
"না পরী আর কথা নাগো
শুন তুমি, একটু জাগো
তোমায় আমি ভালবাসি
মরলে পেলে দাওগো ফাসি"
"অন্ধ তুমি সে কি পারি
পরী আমি নইতো নারি"
"এতো আমি বুঝিনাতো, বুঝতে কি তা চাই
তুমি কেবল তুমি ছাড়া আমার কেহ নাই"
"ভারি বললে মিথ্যে কথা, বাবা না আছে
মা-বোনরা, ভাইটা তোমার আমার চেয়েও কাছে
চেষ্টা কর বুঝতে খানিক লক্ষী ছেলের মত
জীবনে আরও পরী পাবে আমার মতো শত"
"ভাবছ কেন শুনব কথা
জানিয়ে দিলাম অপারগতা
পরী হয়তো পরীই তুমি, তবুওতো নারী
দেখবে এবার তোমার জন্য আমি কত করতে পারি
না বললেও হাটব আমি উল্টো হয়ে হাতে
তুমি যেথা যাবে পরী আমিও যাব সাথে
ঘাসের গায়ে জিব চেটে পিঁপড়েগুলো নেব ঠোটে
এমন মজার কান্ড করব দেখো হাসি কেমনে ফোটে
মুহুর্মুহু ডিগবাজিতে সুর তুলব মাঠে
নদীর জলে নামব তবে ডুব দেব ঘাটে
চাঁদকে বলব আর এসোনা রাত-বিরাতে ভাই
সূর্য শুনবে থাকবে দিনই সে শুধু নাই
কেমনে তবে আলোর ঝড় উঠবে দিগন্তে
এইতো মজা আঁধারে ডুবে যাব যুগের অন্তে"
বলল পরী, "তাই কি হয়
না করো না এসব নয়
এসব মহা পাগলামী
তার চেয়ে শুন কি বলি আমি"
"শুনব কথা সবই তোমার
যেতে শুধু চাইবে না আর"
বললাম আমি অনড় স্বরে
বলল পরী গড় গড়িয়ে,
"তাই হবেতো তাই হবে
হব আমি তোমারই তবে
শর্ত কিছু দিচ্ছি তোমায়
যে মানে সব সেইতো পায়"
বললাম আমি, "শর্ত কিসের ? তাই কি কথা ? তাই কি পথ ?
যদি পাই তাইলে বল সবে আমি একমত
বল ঊড়ি ঘুড়ির মত ওই আকাশে দূরে
স্বর্ণ-রূপা আনতে পারি পাতাল পুরী খুড়েঁ"
বলল পরী, "দূর বোকা যা
বলছ কি সব যা তা
আমায় পেতে আনতে তোমায় হবে না রাজার ধন
চাইছি আমি নিজের জন্য ধৈর্য্যশীল এক মন
পারলে তুমি শফথ কর হাত রেখে হাতে
যাচ্ছি তবে, আসব আবার এমনই এক রাতে" ।।।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।