আমাদের কথা খুঁজে নিন

   

চার জেলায় কলেজছাত্রীসহ নিহত ৬, আহত অর্ধশত

সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ায় কলেজছাত্রীসহ দুজন ও বগুড়ায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আহত হয়েছেন ২৭ জন। সিরাজগঞ্জে বাসচাপায় নিহত হয়েছেন দুই যুবক। এ ছাড়া সাভারে শ্রমিকবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ৪০ জন। প্রতিনিধিদের খবর_

কুষ্টিয়া : শহরের হরিশংকরপুরে গতকাল তুলাভর্তি ট্রাকের চাপায় নিহত হয়েছেন কলেজছাত্রী শামীমা।

তিনি খোকসা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। অন্যদিকে শহরতলির দবির মোল্লা রেল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় মারা গেছেন বৃদ্ধা রমেছা বেগম। বগুড়া : কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় বাসচাপায় এনজিও কর্মী নজরুল ইসলাম শেখ নিহত হয়েছেন। বুধবার রাতের এ দুর্ঘটনায় নিহত নজরুল কাহালু উপজেলার বামুজা গ্রামের হবিবর রহমানের ছেলে। বরিশাল : বাকেরগঞ্জের আউলিয়াপুরে গতকাল বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে মাইক্রোচালক জামাল হোসেন নিহত ও পুলিশের এক এসআইসহ ১২ জন আহত হয়েছেন।

জামালের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামে। আহতদের মধ্যে চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বরিশাল-গোমা-বাকেরগঞ্জ সড়কের কালিদাসীয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন ১৫ জন। সিরাজগঞ্জ : সলঙ্গার কালিকাপুরে বুধবার রাতে বাসচাপায় সরোয়ার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সরোয়ার সলঙ্গা থানার দিয়ারপাড়া গ্রামের আতাহার আলীর ছেলে।

এদিকে সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের কদমতলীতে বাসচাপায় শিশু মামুনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে তার বোন বন্যা। আশুলিয়া : টঙ্গাবাড়ী এলাকায় শ্রমিকবাহী বাস গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।