এর আগে সর্বোচ্চ ১৮ কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা ছিল।
বাসা-বাড়িতে ব্যবহার যোগ্য ছোট ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী কেনার ক্ষেত্রে ওয়ালটনেই এই সুবিধা রয়েছে।
মতিঝিলের প্রিন্টার্স বিল্ডিং মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নিম্ন ও মধ্য আয়ের গ্রাহকরা যাতে ওয়ালটন পণ্য ব্যবহার করতে পারেন সেজন্যই এই সহজ কিস্তির ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা। মার্কেটিং বিভাগের অতিরিক্ত পরিচালক কামাল হোসেন।
প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ফার্স্ট সিনিয়র অ্যাসিসটেন্ট ডিরেক্টর শফিউল্লাহ লিটন ও আল মাহফুজ খান এবং একই বিভাগের অ্যাসিসটেন্ট ডিরেক্টর ওবায়দুল মোর্শেদ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সর্বনিম্ন ২০% ডাউনপেমেন্টে এমআরপি বা সর্বোচ্চ খুচরা মূল্যে ৪ মাস অর্থাৎ ১২০ দিনের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা থাকছে। সেইসঙ্গে স্বল্প লভ্যাংশে সর্বোচ্চ ২৫ মাসের কিস্তিতে ওয়ালটন পণ্য কেনার সুবিধা দিচ্ছে ওয়ালটন।
তবে সর্বোচ্চ ২৫ মাসের সহজ কিস্তিতে পণ্য কিনতে হলে ক্রেতাকে কিছু শর্ত মানতে হবে। পণ্য ক্রয়ের আগে ওয়ালটন প্লাজার কর্মকর্তাদের কাছ থেকে ক্রেতারা বিস্তারিত জেনে নিতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।