আমাদের কথা খুঁজে নিন

   

মিঃ সেইন্ট ভ্যালেন্টাইন ও আমার উর্বর মস্তিষ্কের কিছু ভাবনা.।।

নিঃসঙ্গ একজন

ভ্যালেন্টাইন ডে,বিশ্ব ভালবাসা দিবস। লাল কাপড় পরে মোটামুটি সবাই রেডি, যদিও ভালবাসার রঙ নাকি নীল।

ভ্যালেন্টাইন ডের ইতিহাস মোটামুটি আমরা সবাই জানি, তবুও আবার মনে করিয়ে দিচ্ছি, মিঃ সেইন্ট ভ্যালেন্টাইন একজন রোমান সেইন্ট ছিলেন। উনি মধ্য বয়সে প্রেমে পরেছিলেন, কিন্তু সেইন্টরা বিয়ে করতে পারে না, এই দুঃখে তিনি কাপুরুষের মত আত্মহত্যা করেন। যদিও বলা হয় এক সৈনিকের বিয়ে পড়ানোর এবং জেলারের মেয়ের সাথে প্রেম করার অপরাধে ১৪ই ফেব্রুয়ারিতে তার শিরচ্ছেদ করা হয়।



এখন আসি আমার উর্বর মস্তিষ্কের কিছু ভাবনার।
দুনিয়াতে অনেক সাধারন মানুষের অসাধারন ভালবাসার ঘটনা আছে। আমাদের পাশের দেশ ভারতে এমন একটা উদাহারন আছে যা কিনা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি, ভালবাসার প্রতিক ‘’তাজমহল’’। কই সম্রাট শাহ্‌জাহানের কিছু নিয়েতো কোনও দিবস পালন হয় না!!!
সিরি ফরহাদ গল্প পরে কাদে নাই এমন মানুষ নাই। অনেকের কাছে এটা গল্প মনে হলেও এই গল্পের বাস্তব চরিত্র পারস্যের রাজা খসরু আর আরমানিয়ার রাজকন্যা শিরিন।

তাদের নিয়েওতো কোনও দিবস দেখি না।

চিন্তার বিষয়...!?!?!?!?
আমার উর্বর মস্তিষ্কের উত্তর হচ্ছে কারন তারা ছিল মুসলমান আর ঐ বেডা হইসে খ্রিস্টান তার উপর আবার সেইন্ট মানে ধর্ম যাজক।

আমার উর্বর মস্তিষ্কের আরেকটা প্রশ্ন
ভ্যালেন্টাইন ডে উরফ সেইন্ট ভ্যালেন্টাইন ডে, ইংরেজিতে Feast of Saint Valentine যাই বলি না কেন, লাল কাপড় পরে লাল ফুল হাতে উপহার নিয়ে একজন খ্রিস্টান ধর্ম যাজকের আত্মহত্যার শোক মাতম কি একজন মুসলমানের করা উচিৎ???

আমার উর্বর মস্তিষ্কের উত্তর
নাহ, উচিৎ না। ভালবাসার কোন দিবস নাই, সারা বছরই ভালবাসা যায়। তারপরও যদি কোন বিশেষ দিনে ভালবাসা দিবস পালন করতে চান তাহলে আমাদের বাঙ্গালিদের জন্য সুন্দর একটা দিন হচ্ছে পহেলা ফাল্গুন।

বসন্তের প্রথম দিন।

উপরের পুরাটাই আমার উর্বর মস্তিষ্কের ভাবনা আর গুগল চাচার অবদান। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটার জন্য আমার উর্বর মস্তিষ্ক কিংবা গুগল চাচা কেউ দায়ি নয়। সবাইকে ফাগুনের আগুন ধরানো শুভেচ্ছা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।