আমাদের কথা খুঁজে নিন

   

কাল সিংড়ায় অর্ধদিবস হরতাল

নাটোরের সিংড়া উপজেলায় আগামীকাল শনিবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন বিএনপি।

আজ বিকেল ৫টার দিকে নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে।

গত ১৮ জানুয়ারি সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ফজলার রহমান ফুনু দুর্বৃত্তদের হাতে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই মইনুল হক চুনু বাদী হয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল ফটিকসহ ১২জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত সোমবার ইব্রাহিম খলিল ফটিকসহ বিএনপির তিন নেতাকর্মী হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাধারী কিছু লোক তাদের ধরে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্ধান দাবিতে এ হরতালের ডাক দেয় বিএনপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।