শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভাল খেলেও হেরে গেল টাইগাররা। প্রথম ম্যাচের মতই ছিল দ্বিতীয় ম্যাচের হারটিও।
প্রথম ম্যাচে যেমন জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল শেষ বলে ২ রান। তেমনি দ্বিতীয় ম্যাচেও শেষ বলে শ্রীলঙ্কার দরকার ছিল ২ রান। কিন্তু শেষ বলে চার হাকিয়ে ম্যাচটি জিতে নেয় সফরকারীরা (২-০)।
আজ বিকেল ৫টায় চট্টগ্রামের জহুর আহামেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই ভীষণ চাপের মুখে লাল সবুজরা। একের পর এক উইকেট পতনের মধ্য দিয়ে নির্ধারিত ২০ ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে নেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।