দেশ নিয়ে পুরাই হতাশ,,,, তাও ভালবাসি দেশকে। ঘৃণা প্রকাশের কোনো ভাষা খুজে পাচ্ছি না! যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি ৭১ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের কাঠগড়ায় দেলোয়ার হোসাইন সাঈদী। যুদ্ধাপরাধ স্ক্যান্ডালের কারণে যখন তিনি মৃত্যুদন্ডের মুখোমুখি তখন ফাঁস হয়ে গেল তার ব্যাভিচার ও পরনারীদের সাথে যৌন কেলেংকারির কাহিনী। কেবল পোলাপানের মায়েদের সাথে নয়, একাধিক কিশোরী মেয়ের সাথেও ফোন সেক্স করেছেন সাঈদী!
একটি ফোন সেক্সে তিনি গর্ব করে মেয়েটিকে বলছেন তার মেশিন নাকি সাড়ে সাত ইঞ্চি লম্বা আর দেড় ইঞ্চি ব্যাস! আরেকটি ফোনালাপে সাঈদী মেয়েটিকে বলছেন টেবিলের উপর দুই পা তুলে শুয়ে পড়তে যাতে তিনি দুই পায়ের মাঝখানে দাড়িয়ে দাড়িয়ে মেশিন চালাতে পারেন!! এমন অশ্লীল ভাষায় কলেজ ভার্সিটি পড়ুয়া ডিজুস পোলাপানেও ফোন সেক্স করে কিনা সন্দেহ!
জামায়াত শিবিরের ভন্ডদের বলছি, এগুলো যে দেলোয়ার হোসেন সাঈদির ফোন কল তা অস্বীকার করে আর উপায় নেই। এটা যে সাঈদীর কন্ঠ তা ১০০% নিশ্চিত।
এখন আপনাদের ব্যাখ্যা জানতে চাইছি, এরপরেও কি আপনারা এই কুলংগারকে মজলুম আলেম কালেম ইত্যাদি সম্মানিত নামে ডাকবেন? নাকি সমস্বরে আওয়াজ তুলবেন এই পাপীষ্ঠর ফাসিঁ চাই। আপনাদের কালিমা মোচনের এটাই উপযুক্ত সময়। এই ব্যাভিচারির সাথে সব সম্পর্ক ছেদ করে সমস্বরে বিচার দাবি করুন। আপনারা যে মহান আল্লাহকে ভালোবাসেন আর পাপীষ্ঠদের ঘৃণা করেন প্রমাণ দিন এখনই। দেলাওয়ার হোসাইন সাঈদীর সাথে সব সম্পর্ক ছেদ করুন।
পবিত্র ইসলামের মর্যাদা রক্ষা করুন। আপনাদের সামনে সবচে বড় পরীক্ষা এটি। পাস করবেন নাকি ফেল –দেখার অপেক্ষায় দেশবাসী।
সাঈদীর ফোনসেক্স কেলেংকারি পাওয়া যাচ্ছে সবখানে, ব্লগ, ফেসবুক, ইউটিউব, সাউন্ডক্লাউড সবখানে। শুনতে নিচের লিংকগুলো একে একে ভ্রমণ করুন।
আর দেখুন কতবড় বেইমান, লুইচ্চা আর ব্যাভিচারী এই সাঈদী।
অডিওগুলো শুনতে পেজটি আসার পর প্লে বাটনে ক্লিক করবেন। [ সৌজন্যেঃ পিচ্চি পোলা ]
প্রথমটি শুনতে এখানে ক্লিক করুন
দ্বিতীয়টি শুনতে এখানে ক্লিক করুন
তৃতীয়টি শুনতে এখানে ক্লিক করুন
চতুর্থটি শুনতে এখানে ক্লিক করুন
৫মটি শুনতে এখানে ক্লিক করুন
৬ষ্ঠটি শুনতে এখানে ক্লিক করুন
৭ম টি শুনতে এখানে ক্লিক করুন
অষ্টমটি শুনতে এখানে ক্লিক করুন
youtube : http://www.youtube.com/channel/UC7NZa3NJC-7OpcjzsJgoykg/ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।