আমাদের কথা খুঁজে নিন

   

যৌন হয়রানির দায়ে যুবক দণ্ডিত

শনিবার ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন এ সাজা দেন।
দণ্ডিত রাশেদ আনসারী (২৪) ফেনীর দাগরভূঁঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের নুর আলম আনসারীর ছেলে। সে জেলা শহরে ফোন ফ্যাক্সের ব্যবসা করে।
ইউএনও সাংবাদিকদের বলেন, ফেনীর এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল রাশেদের। সম্প্রতি সে মেয়েটির সঙ্গে কিছু অশ্লীল ছবি তুলে নানাভাবে প্রচার করে মেয়েটিকে বিব্রত করার চেষ্টা করে।
বিষয়টি ওই ছাত্রী তাকে (ইউএনও) লিখিতভাবে জানান।
অভিযোগ পাওয়ার পর তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হয়।
তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলা করাগারে পাঠানো হয় বলে জানান ইউএনও।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।