আমাদের কথা খুঁজে নিন

   

।। হাওয়ার পালকিতে নিস্তব্দ কথামালা।।

বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র।


দু'চোখ আকাশের দিকে তাকাতেই দেখি
মেঘে মেঘে গুঞ্জন
সূর্য রশ্মিতে রশ্মিতে অনুরাগ
বাতাসে বাতাসে বিরবির
সবুজে সবুজে উকিজুকি !!
আমি নাকি বদলে গেছি
ভাল নেই
নেই আগের মত.......
কে রে বললো তোদের ?
আমার নীলাভ হৃদয়টাকে
জিজ্ঞেস করে দেখ
আছি আগের মত
বেশ ভাল
ঠিক আমার মত !!
শুধু সবুজ হৃদয়টা নীলাভ হয়ে গেল.....!!

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

কি অদ্ভুত বিশ্বাস তুলে রাখি
নিরবে নিভৃতে যে ভেঙ্গে চলে
বিশ্বাস সে তো সোনায় মোড়ানো হীরে
কেন তারে তুলে দেই যারে তারে
আমি আজ বুঝে নেই
বুঝা হোক
বুঝে নিয়ে চলা হোক
যে পথে চলেছিলাম দূর বহু দূর
নেই মায়া জালের পিছু টান
কিছু সত্য নিষ্ঠা বিশ্বাস তুলে রাখি
তুলে রাখি তুলে রাখা হোক
দূর বহু দূরের লাগি
শুধু ছায়া পথের লাগি..........।।

♦♦♦♦♦♦♦♦♦♦♦♦

সুমধুর শব্দাবলী পরে রয় একাকী
তপ্ত ব্যথিত সুরে
আমাদের কাঁধে করে কেঁদে বেড়ায়
বেদনাবিহ্বল ঘুরে ফিরে
নীরবে নিঃশেষে করে শেষ ।

হে বেদনা
এবার মাথার উপর থেকে সর
মুক্তি দাও মুহুর্তের তরে !!

★★★★★★★★★★★★★★★

তারপর গোধূলি-আধাঁরে
মেতেছিল আলো
দেখেনি শুনেনি কেউ
শরতের নীরবতার ঢেউ
বিন্দুতে বিন্দুতে তৃষ্ণা মিটায়ে
শিশিরে জমেছে মায়া
আমি ছায়াহীন প্রান
তুলিয়া লয়েছি নির্জনতার পাল।।

♠♠♠♠♠♠♠♠♠♠♠♠

জানলার কাচে
ছোঁয়ে ছোঁয়ে পরা শিশিরের মতো
আমিও চুপটি করে হারিয়ে যেতে পারি!!
শেষ বিকেলের সোনালী রোদের মতো
আমিও ডুব দিতে পারি!!
যদি চাওয়া গুলি তোমায় ছোঁতে পারে
তাহলে অন্ধগগনের উজ্জল তারা দুটি
আমরাও হতে পারি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।