খুব সহজ ভাবে বুঝতে ও বোঝাতে চাই
সাম্প্রতি গনমাধ্যম গরম রাখা এবং আলোচিত একটি ঘটনা হোল আল-কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরির একটি অডিও বার্তা ( কথিত ) । সেখানে তিনি নিজেকে আয়মান আল জাওয়াহিরি দাবি করে ওই বক্তব্যে বাংলাদেশে " ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের প্রতি জিহাদ গড়ে তোলার আহ্বান জানান ।
ঘটনা যদি সত্য হয় :
তবে বলতে চাই হ্যা ইসলামপন্থীরা কিছুটা সমস্যায় আছে বটে , কিন্তু তা আমাদের আভ্যন্তরীণ সমস্যা এবং তা আমরা নিজেরাই সমাধান করতে পারব । আমাদের নিয়ে আল-কায়দার এই মেকি দরদ দেখানোর কোন প্রয়োজন নেই । আমার কেন জানি মনে হয় আল-কায়দা ইসলামের পক্ষের কোন শক্তিই নয় বরং এরা হোল সম্রাজ্যবাদের সহায়ক শক্তি ।
কারন সম্রাজ্যবাদিদের যখনই কোন স্থানে ঘাঁটি গেড়ে বসার দরকার হয়েছে তখনি দেখা গেছে আল-কায়দা সেখানে গিয়ে একটা অজুহাত তৈরি করে দিয়েছে আর সম্রাজ্যবাদিরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের নামে সেখানে গিয়ে ঘাঁটি গেড়ে বসেছে ।
আমরা খুব ভালো করে জানি যে আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ কৌশলগত কারনে কতটা গুরুত্বপূর্ণ । সুতরাং এই অঞ্চলের উপর প্রভাব বিস্তার করতে হলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করাটা ও জরুরী ।
এই মুহূর্তে বাঙ্গালীদের যদি স্বাধীনতার চেতনা , ইসলামী চেতনা , গণতন্ত্রের পক্ষ-বিপক্ষ ইত্যাদি উপকরণ দ্বারা চষে নানা মতে ভাগ করে একটি বিভেদময় পরিবেশ তৈরি করা যায় এবং সেখানে জঙ্গিবাদের বীজ বপন করে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমান করা যায় তাহলে বাংলাদেশের উপর এই সব সম্রাজ্যবাদিদের আগ্রাসন হয়ত আমরা আর কোন ভাবেই ঠেকাতে পারব না । আর সম্রাজ্যবাদিরা ও এটাই চায় ।
এখন আমাদের নেতারা তো পূর্ব প্রস্তুতি হিসাবে জাতিকে নানা ভাগে অলরেডি ভাগ করেই ফেলেছে এখন দরকার হোল জঙ্গিবাদের বীজ ও তার আন্তর্জাতিক স্বীকৃতি আর এই কারনেই মনে হয় আয়মান আল জাওয়াহিরির বাঙ্গালী মুসলমানদের উদ্দেশ্যে এই মেকি দরদ ।
এখন ঘটনা যদি মিথ্যা হয় :
তাহলে কোন সন্দেহ ছাড়া এটা বলা যায় যে এটা করা হয়েছে বাংলাদেশের ইসলামপন্থীদের চাপে ফেলার জন্য । কারন তারা মনে করেছে আল-কায়দার সাথে সম্পৃক্ততার খবরে স্বাভাবিক ভাবেই জনমনে ইসলামপন্থিদের বিরুদ্ধে একটা ক্ষোভের সৃষ্টি হবে এবং তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে । এই সুযোগে ইসলামপন্থীদের জঙ্গি প্রমান এবং তাদের বিরুদ্ধে দমন অভিযানকে বৈধতা দেওয়ার পথটা ও সুগম করা যাবে ( কিছু দিন যাবৎ ) ।
যাই হোক উপর্যুক্ত দুটি পরিস্থিতির একটিও আমাদের জন্য কাম্য নয় ।
কারন রাজনীতি করেন আর যাই করেন না কেন জাতিকে বিভক্ত করার ফলটা যে কত খারাপ হতে পারে তা আমাদের সিকিমকে দেখে শেখা উচিৎ ।
আল কায়েদার কথিত অডিও বার্তায় বাংলাদেশে জিহাদের ডাক...............
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।