আমাদের কথা খুঁজে নিন

   

“সাবলীল-স্বাচ্ছন্দ্য”

আমাকে ব্যাকরণের দ্বারস্থ হতে হয় না
ভাবতে হয় না বাক্য গঠনের প্রক্রিয়া।
সাবলীল ভঙ্গিতে মসৃণ গতিতে
শব্দ গঠন ছেলের হাতে মোয়া।
রাগে অগ্নি শর্মা উচ্চ মেজাজের পারদ
আমি ছোটাই বেশুমার শব্দ গুলি।
অবচেতনে উল্টে অভিধানের পাতা
এ যে আমার মাতৃভাষার বুলি।

ব্যথা পেলে বলে উঠি,“ও মা”
এ যে স্বয়ংক্রিয় শব্দ তৈরির যন্ত্র।


লেগে যায় না শব্দজট
শব্দ বাছাই এক পলকের ভাবান্ত।
লুকায়িত আবেগের শব্দরূপ
প্রেয়সীর সম্মুখে যেন চারণ কবি।
নয়নে নয়ন মিলিয়ে প্রেম কাব্য
হৃদয়ের পরিপাটী গুছানো দাবি।
কখনও বা কষ্ট মেশানো শব্দ
কখনও বা আনন্দের বহিঃপ্রকাশ।
আমি আমার মাতৃভাষাতেই সাবলীল
হোঁচট খায় না আমার শব্দ তালাশ।



“আম্মা ভাত দেন”
এমন ভাষাতেই আমার স্বাচ্ছন্দ্য।
মায়ের পরে সন্তানের অধিকারের প্রকাশ
মাতৃভাষাতেই যেন পরিপূর্ণ।
সন্ধ্যের আলো আঁধারিতে চা’য়ের দোকানে
বন্ধুদের সাথে শিরোনামহীন আড্ডা।
সেন্সরহীন শব্দের ফুলঝুরি ছাড়া
মিটে কি তাতে তেষ্টা?
বন্ধু মানেই তো দাঁড়ি কমাহীন গল্প;
প্রাণ খুলে হাসি ঠাট্টা।
মাতৃভাষা ছাড়া ভিনদেশি শব্দে
জমে কি লাগামহীন আড্ডা?

মাতৃভাষাই দিতে পারে পূর্ণ যোগান
মনের ভাব প্রকাশের শব্দ চাহিদা।


মাতৃভাষাই কেবল দিতে পারে
আবেগের যথার্থ মাত্রার পূর্ণতা।
বাংলা আমার মাতৃভাষা
আমার সাবলীল নিত্য কথন।
আমার নির্ঝঞ্ঝাট ভাবের আদান প্রদান
আমার স্বাচ্ছন্দ্য বচন। ।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।