হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...
আল কায়েদা হামলা চালানোর ঘোষনা দিছে বাংলাদেশে।
টপিক খড়ায় ভুগতে থাকা টকশোওয়ালারা পেয়ে গেছে আবার আগুন গরম টপিক। চায়ের দোকানেও ঝড়। মজার ব্যাপার হলো বেশীরভাগ মানুষ আসলে এই হামলার ঘোষনায় ভীত না। সবাই উত্তেজিত।
অনেকটা, "হামলা হবে তো?"
"সত্যি আসবে তো আল কায়েদা?"
"ওরে মামা আল কায়েদা হুমকি দিছে। বাংলাদেশের নাম নিছে। আমরা তো জাতে উইঠ্যা গেলাম রে। "
ইতিহাস মনে পইড়া গেলো। মারাদোনারে জিগাইছিলো এক এশিয়ান সাংবাদিক, বাংলাদেশে আপনার এত্ত এত্ত ফ্যান।
আপনি জানেন তো?
মারাদোনা কৈছিলো "আরেহ, বাংলাদেশ কোথায়? ইন্ডিয়াতে নাকি?"
সেই খবর নিয়াও আমাদের খবরের কাগজওয়ালাদের কি কাটতি রে বাবা।
খবর নেগাটিভ হোক কিংবা পজিটিভ। খবর চাই। আগুন গরম খবর।
এইটা বুঝিনা এতে দ্যাশের কি লাভ হইলো কিংবা ক্ষতি।
আজ এই আল কায়েদার কাভার নিয়ে BAL কায়েদাও যদি এটাক চালায়, দোষ তো সেই উদোর পিন্ডি বুধোর ঘাড়ে।
নিজের নাক কাটিয়া পরের যাত্রা ভঙ্গ করিবার বাঙ্গালী ঐতিহ্য সেই মেলাদিনের।
আশে পাশের এক বস এর কথা জানি, নিজে প্রতিদিন লেট এ অফিস করিয়াও শিষ্য-সাগ্রেদদেরকে ম্যানেজমেন্টের নিকট ধরাইয়া দিতো শুধুমাত্র তিনি সত্যবাদী, একমাত্র তিনিই কোম্পানির মঙ্গল চান, তিনি নিজের ভুল শিকারে পিছপা হননা এইটা বুঝাতে।
বাঙ্গালী তুমি কত রঙ্গ জানো।
রঙ্গরসের বিষয় এখন আল কায়েদা।
টপিক বটে।
বলিহারী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।