দ্রুতবিচার আইনের মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছে সরকার। এ আইন ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ বলেন, ‘কেবিনেট এখন সিদ্ধান্ত নিয়েছে এ আইনটি আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর। অর্থাৎ আইনটি পার্লামেন্টে পাস হলে ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত এর কার্যকারিতা থাকবে।
’
বিরোধী দলকে দমন করার জন্য পাঁচ বছর এ আইনের কার্যকারিতা বাড়ানো হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘২০১৪ সাল পর্যন্ত তাহলে এ আইন কীভাবে আছে। এ আইন বিরোধী দলকে দমন করার জন্য নয়। সময়ের প্রক্রিয়ায় এ আইনটি উত্তীর্ণ হয়েছে। একবারের জন্য পাঁচ বছর বাড়ানো হলে আইনটি আরও কার্যকর হবে। ’
২০০২ সালে সাবেক চারদলীয় জোট সরকারের আমলে আইনটি প্রণয়ন করা হয়।
এরপর প্রতি দুই বছর অন্তর অন্তর আইনটির মেয়াদ বাড়ানো হয়। বর্তমানের আইনটির মেয়াদ ছিল ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত। আইনটির মেয়াদ পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। এটি আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।