আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........
আল-কায়েদার নামে প্রচার করা অডিও বার্তার উৎস জানা গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী।
তবে কে বা কারা এটি প্রচার করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
সোমবার নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার-২০১৪’ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তারিক আহমেদ।
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকেই আমাদের দেশ নিয়ে হুমকি রয়েছে। আমরা এতে বিচলিত নই। তবে সম্প্রতি যে হুমকি দিয়েছে তা আসলেই আল-কায়েদার কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আবার আমাদের দেশের কেউ এর সঙ্গে জাড়িত কিনা সেটাও তদন্ত করা হচ্ছে।
’
প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘কোথায় থেকে হুমকি দেয়া হয়েছে তা তদন্তের স্বার্থে বলা হচ্ছে না। বললে সংশ্লিষ্টরা পালিয়ে যেতে পারে। ’
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মুহাম্মাদ ফরিদ হাবিব।
তথ্য সুত্র Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।