শেষ অন্ত অন্তিমতা শব্দ গুলো ভরে আছে আমার বিদায়ী চিঠির পাতা | অতৃপ্ত শব্দের প্রতিনিয়ত ছোটা ছুটি ক্লান্ত রাতে ভাষা খুঁজি না বলা যত কথায় ভরবো বলে বিদায়ী এ চিঠি | হৃদয়ের হ্মীণ প্রতিবাদ তবু খোঁজে হারানো সম্পর্কের মিথ্যে অভিনয়ের হাত, হাসির মোড়কে ব্যর্থতা প্রকাশের ভয়, আমার শেষ যত না বলা কথায় | বিদায়ী চিঠি অথচ বিদায় বলতে গিয়ে বার বার কেঁদে ওঠে ব্যর্থতায় | শেষ অন্ত অন্তিমতা অথচ বিদায়ী নয়..... শব্দ গুলো পড়ে আছে ব্যর্থতায়.....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।