লা লিগায় ত্রিমুখী লড়াই কবে শেষ হবে বলা মুশকিল। হতে পারে মৌসুমটা এভাবেই শেষ হবে। শিরোপা জিততে হবে গোল ব্যবধানেই। তবে বার্সা-রিয়াল, বার্সা-অ্যাটলেটিকো এবং রিয়াল-অ্যাটলেটিকো লড়াই এখনো বাকি। এই তিন লড়াই হয়তো শেষ পর্যন্ত শিরোপার নির্ধারক হয়ে দাঁড়াবে।
চলতি সপ্তাহে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের দুর্দান্ত জয়ের পর গত রবিবার জয় পেয়েছে রিয়াল মাদ্রিদও। গেটাফের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে বাড়ি ফিরেছে লস ব্ল্যাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদকে দারুণ এ জয় উপহার দিয়েছেন হেরে রদ্রিগেজ, করিম বেনজেমা এবং লুকা মড্রিচ। তিনজনেই একটি করে গোল করেছেন গেটাফের বিপক্ষে। রোনালদোহীন ম্যাচে রোনালদোর অভাব বুঝতেই দিচ্ছেন না বেনজেমারা! কোচ আনসেলত্তির জন্য অবশ্য ভালোই হলো।
এ জয়ের ফলে লা লিগার ভারসাম্য বজায় থাকল আগের মতোই। ২৪ ম্যাচে সমান ৬০ পয়েন্ট করে অর্জন করেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ! গোল ব্যবধানে এগিয়ে থেকে বার্সেলোনা (+৫২) শীর্ষে, দুই নম্বরে রিয়াল মাদ্রিদ (+৪৪) ও তিন নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের (+৪৩) অবস্থান।
লা লিগায় চার নম্বর স্থানে আসতে পারে পরিবর্তন। গত রবিবার এসপানিয়লের কাছে ২-১ গোলে হেরে গেছে অ্যাথলেটিক বিলবাও। ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট সংগ্রহ করে চার নম্বরে আছে অ্যাথলেটিক বিলবাওই।
তবে সমান ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে ঠিক পরের স্থানটাই দখল করে আছে ভিলারিয়াল। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল সুসিদাদও আছে চার নম্বর স্থান দখলের লড়াইয়ে। গত রবিবার সেভিয়া-ভ্যালেন্সিয়া ম্যাচটা গোলশূন্য ড্রতেই শেষ হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।