আমাদের কথা খুঁজে নিন

   

টীনএজ প্রেম/প্রথম প্রেম--



সিক্সটীন উইথ থার্টীন, অথবা ক্লাসনাইন উইথ ক্লাসসিক্স|
এসময়ে অল্পবিস্তর সবাই প্রেমে পড়ে| এবং এটাই হয় প্রথম প্রেম তবে সচরাচর এর ব্যাপ্তি ঘটেনা|
আজ বলতে বসেছি আমার গল্প..।

চট্টগ্রাম বন্দর থানার একটি আলীয়া মাদ্রাসায় দাখিল/মেট্রিক পর্যন্ত পড়েছি|
আমাদের জীবনযাপন স্কুল স্টুডেন্টদের চেয়ে খুব আলাদা ছিলনা| অবশ্য ছাত্রদের সাধা পান্জাবী-পায়জামা ও ক্লাস নাইন থেকে নেকাব সহ বোরকা ছিল ছাত্রীদের ইউনিফর্ম|
একৈ কক্ষের দুইপাশে ছাত্রছাত্রীদের একসাথে পাঠদান করা হতো, এবং ক্লাসে শিক্ষকের(স্যার/মেডাম/হুজুর) অনুপস্থিতিতে মেয়েরা আলাদা একটি রুমে(কমনরুম) অবস্থান করতো|

২০০৯সাল, ক্লাস নাইন এর ছাত্র আমি তখন|
মাদ্রাসা থেকে আমাদের বাসার দুরত্ব ছিল প্রায় পাঁচ কিলোমিটার| অধিকাংশ সহপাঠির বাসস্থান মাদ্রাসার পাশের এলাকায় হৌয়ার কারনে ওখানকার একটি কোচিং সেন্টারে বাংলা, ইংরেজী এবং সাইন্সের সাবজেক্ট গুলো পড়তে যেতাম প্রতিদিন বিকেলে| সেখানে খুব মজা করতাম টিচার ভাইয়াদের সাথে| আমাদের ব্যাচটিতে স্থানীয় গার্লসস্কুল সহ অন্যান্য স্কুলের স্টুডেন্টও ছিল| তাছাড়া আরেকটি রুমে ঐসময়ে ক্লাস সিক্সের একটি এইরকম কম্বাইন্ড ব্যাচ পড়ানো হতো|
এই ব্যাচ থেকেই কাহিনি শুরু...

একদিন অত্যাধিক দুষ্টুমির একপর্যায়ে সন্জয় স্যারের ব্যাত পড়লো পিঠে টাশ্ করে| সাথেসাথে ইশ্ শব্দ হলো ঐ ব্যাচে| তাকাতেই চোখ নামিয়ে নিল আফসুস কারিনি! বলিউডের আয়েশা টাকিয়ার মত দেখতে (তখন ওয়ান্টেড ফিল্মটি মুক্তি পেয়েছিল।)|
হৃদয় মোচড় খেল তার মুখ টিপুনি হাসি দেখে| এরপর দিলের ব্যাথাটাই মুখ্য হয়ে রৈল অনেক্ষন|
ক্লাসমেট মিজানকে বল্লাম- পিচ্চিটা কে রে?
-আমাদের মাদ্রাসায় পড়ে| নাজমুলের বোন|
(নাজমুল একটি ক্যাডেট মাদ্রাসায় পড়ে| সে প্রথম কিছুদিন আমাদের সাথে কোচিং করেছিল)
পরদিন মাদ্রাসায় ক্লাস সিক্সে অনেক্ষন নজর রেখেও দেখা না পেলে নাস্তা করানোর শর্তে মিজান দেখিয়ে দিল|

স্কার্ফ পেঁছিয়ে মুখটাকে এতটুকুন করে রাখলে কার সাধ্য একফলক দেখে চেনা?
এরপর থেকে কোচিংএ আমার দুষ্টুমির মাত্রা দশ পার্সেন্টে নেমে এল| সাধ্যমত হ্যান্ডসাম হয়ে নিয়মিত কোচিংএ গিয়ে পুরোটা সময় মাথা, চোখ ও চোখের মনি লেফ্ট-রাইট আপ-ডাউন করেই কাটাতাম|
মাদ্রাসায় এতবড় পরিসরে তাকে খেয়াল করাটা কিছুটা কঠিন ছিল| তবু কিছু কাজ এখানেও হতো|
যেমন, তাদের ক্লাসের জানালা বরাবর টিউবয়েল ছিল| ক্লাস চলাকালিন সময়ে মাজেমধ্যে একনাম্বার দেখিয়ে কলের গোড়ায় গিয়ে পোলাপানরে কল চেপে মানবসেবার সাথেসাথে জানালায় চোখ রেখে দিলের সেবা করতাম!

মাদ্রাসায় তাকে কাছ থেকে দেখার আরেকটি দুর্লব সুযোগ ছিল|
আমাদের ক্লাসরুম বরাবর পেছনে একটু পরিষ্কার খালি জায়গা ছিল| টিফিন ছুটিতে ছেলেরা সামনের মাঠে, আর ছোট মেয়েরা পেছনে খেলাধুলা করতো| সেও মাঝেমধ্যে এখানে আসতো| তাই নাস্তা করতে গেলেও দ্রুত ফিরে এইসময়টা ক্লাসরুমে অবস্থান করতাম|
এভাবেই কেটে গেল প্রায় ৫মাস| বার্ষিক পরীক্ষা আসন্ন|
তাকে বুঝে উঠতে পারিনি তখনো| আমাকে দেখে কখনো মুখ টিপে হাসে আবার কখনো চরম বিরক্ত ভাব নেয়|
কত অখাদ্য কবিতা আর চিঠি রচনা করে পড়ার টেবিলের পাশে রাখা রিসাইকেলবিন ভর্তী করেছি তার ইয়ত্তা নেই|

একদিন সে কোচিংএ আসেনি| পরদিন শুক্রবার, তাদের কলোনিতে গেলাম সাজ্জাদ(ক্লাসমেট)কে নিয়ে| এটা মাদ্রাসার কাছেই| বাসার সামনে দিয়ে কয়েক রাউন্ড দিলাম| দেখা পেলাম্না| পরদিন মাদ্রাসায় আসার পথে কথা বলার প্লান করলাম|
শনিবার সকালে ঔৎপাতলাম| দেখা হবে কিনা, কথা বলতে পারবো কিনা, সে কথা বলবে কিনা, কেউ দেখবে কিনা, শুরুটা কিভাবে করবো ইত্যাদী ভাবছি আর আড়াল হয়ে থেকে তার বের হৌয়ার প্রহর গুনছি| মাদ্রাসার সময় হয়ে গেছে ইতিমধ্যে!
অবশেষে বের হল সে| খুব দ্রুত হাঁটছে| দেরি হৌয়ায় একটা লাভ হলো রাস্তায় আর কোনো ষ্টুডেন্ট দেখা যচ্ছেনা|..

অনেকটা পথ প্রায় দৌড়ে কাছে গিয়ে বল্লাম- ফারিহা ক্যামন আছো?
-(দাঁড়িয়ে গিয়ে)হাসান ভাই আপনি এখানে কি করছেন?
-পিটি শুরু হয়ে গেছে, হাটতে থাকো| পোরশু কোচিংএ যাওনি কেন?
-আমি ওখানে আর পড়বোনা|
খালি রাস্তায় উষ্টা খেয়ে পড়ে যেতে যেতে দাড়িয়ে গেলাম|
-আপনি মাদ্রাসায় যাবেন্না?
-তুমি যাও|
ভাবছি আমার কারনেই নাকি কোচিং ত্যাগ করছে সে| কিন্তু ভালৈ তো কথা বল্ল আমার সাথে!
এরপর তার রুপগুনের প্রশংসা করে একটা চিরকুট লিখে আশিক(ক্লাসমেট) এর মারফতে দিলাম|
কোন উত্তর পাইনি তার|
পরীক্ষার দশবারোদিন বাকি থাকায় পড়ায় মনোযোগ দিলাম..|

১০নভেম্বর পরীক্ষা শুরু|
প্রথম তিনদিনে এক পলকও দেখিনি| তেরো তারিখে তাড়াতাড়ি হল থেকে বের হয়েও দেখা পাইনি| চৌদ্দ তারিখে বাংলা পরীক্ষা ছিল| একঘন্টা আগে গিয়ে দেখা পেলাম|
আসিফ(ক্লাসমেট) একটুকরো কাগজে "kমন আছো? ১টু হাসো!" লিখে আমাকে দিয়ে বল্ল ফারিহাকে দিতে| ঔতপেতে থাকলাম কমনরুমের পাশে| হৃৎপিন্ড ধুপধুপ করছিল| দীর্ঘক্ষন পর বের হৌয়া মাত্র পাশে গিয়ে 'এটা ধরো' বলে হাতে গুজে দ্রুত প্রস্থান করলাম|
সাক্ষাৎহীন আবারো ৩দিন গেল|
পরীক্ষার পর একমাসেরও বেশি সময় মাদ্রাসা বন্ধ থাকবে| তাই ভাবলাম প্রপোজটা পরীক্ষা থাকতেই করতে হবে!

বৃহস্পতিবার রাতে একটা প্রস্তাবপত্র লিখলাম| লাভগুরু তরুন(ক্লাসমেট) পড়ে বল্ল এত ছোটমেয়ে এত কঠিন ভাষা বুঝতে পারবেনা| তবু সময় সংকটের কারনে আর এডিট না করার সিদ্ধান্ত নিলাম|
২১তারিখ শনিবার|
সেদিন ছিল আমার ইংরেজী পরীক্ষা| আর তার ছিল শেষ পরীক্ষা, গনিত|
পরীক্ষার দেড়ঘন্টা আগে বাসা থেকে বের হয়ে আধাঘন্টায় নির্দিষ্ট স্থানে পৌছে গেলাম|
দুরে অথচ এমন জায়গায় দাড়ালাম যেখান থেকে বাসার গেইট দেখা যায় এবং যেখানে সচরাচর মানুষজন চলাফেরা করে|
ক্ষনেক্ষনে পুরাতন সস্তা হাতঘড়িটা দর্শন করছিলাম আর ভাবছিলাম ব্যাটারি লো হয়ে গেল কিনা|

পরীক্ষা আরম্বের আর মাত্র পনেরো মিনিট বাকি| আমার অগোচরে চলে গেলো কিনা সেটাও ভাবছি| সময় যত ঘনিয়ে আসছে এই সন্দেহটা ভিত্তি পাচ্ছে|
ঠিক সাত মিনিট আগে শুভ্রপরীর দেখা পেলাম| আজো বাতাসের গতিতে চলছে| একটা তিনপথের মোড়ে গিয়ে একসাথ হলাম|
-আজ তোমাদের কি পরীক্ষা?
-অংক| আপনার?
- আমার ইংরেজী| আচ্ছা, আমি কি তোমাকে ডিষ্টার্ভ করি?
-কৈ, কে বলেছে?
-কেউ বলেনি| তোমার ডিস্টার্ভ হচ্ছে কিনা জেনে নিলাম|
(কিছু পথ নিরবে)
-পরীক্ষার পর কোথাও যাচ্ছো তোমরা?
-(মুচকি হেসে)হুম, গ্রামের বাড়ি(সন্দিপ) যাবো|
-কতদিন থাকবে ওখানে?
-একসপ্তাহের মতো|

(কিছু পথ নিরবে হাটলাম)
-তোমার জন্য একটি কবিতা লিখেছি| নিবে?
(আরো কিছু পথ নিরবে মাদ্রাসার কাছাকাছি এসে আবার বল্লাম)
-কি, নিবেনা?
-(কপাল কুঁচকে)আপনি না দিলে নিব কি করে?
তাড়াতাড়ি হাতে দিয়ে বল্লাম- কাউকে কিন্তু দেখাবেনা প্লীজ!
'আচ্ছা' বলে হেসে সে চলে গেল| আমি দশ মিনিট দেরি করে পরীক্ষা হলে গেলাম|
মাদ্রাসা ছুটির আটদিন পর একদিন বিকেলে গিয়ে দেখলাম ব্যাটমিন্টন খেলছে বাসার সামনে| আমাকে দেখে বাসায় ডুকে পড়েছে| কিছুক্ষন পর ছাদে এক ঝলক দেখা দিয়ে পালিয়েছে|
এরপর ক্লাস শুরু হৌয়ার আগে পর্যন্ত পাঁচদিন গিয়ে একবারও দেখা পাইনি|

২০০৯সালের শুরুতে একটা ডায়েরী কিনেছিলাম| প্রায় প্রতিদিনের ঘটনা লিখতাম বলে তারিখ গুলো সঠিকভাবে বলতে পেরেছি|
কিন্তু ২০১০এর গল্পে দিনতারিখ ঠিক বলতে পারবোনা| ক্রমানুসারে বর্ননা করতে পারবো শুধু|
প্রথম ক্লাসে রেজাল্ট দেয়া হলো| ৩৮শিক্ষার্থীর মধ্যে ৯নং রোল পেলাম| তার রেজাল্টের খবর জানতে চাইলে 'জানিনা' বলে চলে গেল|
মনে হচ্ছে প্রপোজলেটারের রেজাল্ট ভালোনা| পরদিন থেকে নতুন ক্লাসরুমে ক্লাস শুরু হলো|
বেশকিছুদিন পর্যন্ত দুএকদিন পরপর একমুহুর্তের জন্য দুর থেকে দেখা পেতাম|
অপেক্ষা করছিলাম, কখন সে নিজে থেকে মত জানাবে|

আর অপেক্ষা সৈলনা| একদিন ছুটির পর রাস্তায় একা পেয়ে জিগ্গেশ করলাম- আমার চিঠির কোনো উত্তর দিবেনা?
হুট করে দাড়িয়ে আমার দিকে ফিরে অনেকটা উচ্চস্বরে বলে উঠলো- দেখুন আর যদি আমাকে ডিস্টার্ভ করেছেন তো আম্মুকে বলে মাদ্রাসায় নালিশ করাবো!
ভিষনভাবে মাথা ঘুরছিল| হেলেদুলে কোনরকমে একটু এগিয়ে একটা টং দোকানের বেন্চে বসলাম|
এরপর থেকে মাদ্রাসায় অনিয়মীত হলাম| মাদ্রাসায় গেলেও পুরোটা সময় ক্লাসে থাকতাম| বন্ধুরা আশেপাশে ওকে দেখলেই আমাকে 'টাকিয়া' (আয়েশা টাকিয়া) বলে খোচাতো| পড়ালেখায় মনোযোগি হতে খুব চেষ্টা চালালাম| ধীরেধীরে অনেকটা কাটিয়ে উঠছিলাম|

ফেব্রুয়ারীর প্রথম দিকে একদিন টিফিনের সময় চাপাকলের ওখানে ফ্রেন্ডরা দুষ্টুমি করছিলাম| মাদ্রাসার পেছনের দিকে টিচারদের কোয়াটার একটা বেড়া দিয়ে আড়াল করা ছিল| একটি পিচ্চি মেয়ে বেড়ার পেছন থেকে এসে আমাকে বল্ল- আপনাকে ডাকছে|
গিয়ে দেখি ফারিহা দাড়িয়ে|
'এটা রাখুন' বলে একটা কাগজের টুকরো আমার হাতে দিয়ে চলে গেল|
চিরকুটে লেখা ""আমাকে ভালোবাসেন জেনে ভালো লাগলো| আমারো আপনাকে ভালো লাগে| LOV U""
আবার নতুন করে নাচাচ্ছে নাকি তাও ভাবছি| কিন্তু তাকে তো সত্যি এখনো আমার ভালো লাগে!
তবুও সাবধান ছিলাম| আগের মতো পাগলামী প্রকাশ করলামনা|

কিন্তু তার আকর্ষনের কাছে হেরে গেলাম|
ঘনঘন আমার সামনে পড়তে লাগলো| টিফিন ছুটিতে পেছনের খেলার জায়গাটিতে ক্লাসটেনের জানালা বরাবর এসে দাড়াতো| তাকালেই চোখ টিপতো| জিহ্বা দেখিয়ে, ঠোট ডানেবাঁয়ে মুচড়িয়ে ভেংগাতো|
একদিন ক্লাস চলাকালিন সময়ে আমি কলে পানি খেতে গেলাম| তখনি সে স্কেল আনার অছিলায় কমনরুমে গেল| ফেরার পথে করিডোরে সামনাসামনি হলে সে এমনভাবে নিজের ঠোটে কামড় বসিয়ে স্কেল দিয়ে আমাকে পিটানো দেখালো মারাক্তক হাসি পেল| এ দৃশ্য জীবনে ভুলবোনা!
এসব কার্যকলাপে আমি আবার আগের মতো দুর্বল হয়ে গেলাম|
টিফিনে একেঅপরকে এটাসেটা কিনে দিতাম|

১৪ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ড্যা|
একটি কাঠের কলমে MGHখোদাই করে লিখে তাকে দিলাম|
সে একটুপর খাইরুল(ক্লাসমেট)এর হাতে একটি জেলপেন দিল আমাকে|
কিছুদিন পর দেখি সে আবার আগের মত আমাকে এড়িয়ে চলছে| পাশ দিয়ে ডাক দিলে ফিরেও তাকায়না|
একদিন সামনে দাড়ালাম,
বল্ল- আব্বু এখন বাসায়(উনি সৌদি প্রবাসী ছিলেন)
আরেকদিন বল্ল- ভাইয়া তাকিয়ে আছে|
মার্চমাস থেকে তাকে আর মাদ্রাসায় আসতে দেখছিনা|
তার বান্ধুবী থেকে জিগ্গেশ করলে বল্লো- সে আর এখানে পড়বেনা| তার ভাইয়ের সাথে(ঐ ক্যাডেট মাদ্রাসায়) পড়বে|
একদিন সে ও তার বাবাকে মাদ্রাসায় দেখলাম|

কতদিন বাসার সামনে ঘুরলাম, দেখা পাইনি|
একদিন মেইন গেটে ডুকে দেখি(নিচতলায়) তাদের দরজায় তালা|
তালা দেখতে দেখতে একদিন তালা ছাড়া দেখলাম|
দরজায় টোকা দিলে এক মধ্যবয়সী লোক দরজা খুল্ল|
-নাজমুল আছে?
-এ নামে তো কেউ নেই এখানে|
-এটা নাসির(ফারিহার বাবা) আংকেলদের বাসা না?
-ও আচ্ছা, আমরা এখানে কিছুদিন আগে নতুন উঠেছি|
-আগের ওনারা কোথায় বাসা নিয়েছে বলতে পারেন?
-তা ঠিক বলতে পারবোনা|
-ওনাদের কোনো ফোন নং আছে?
-আচ্ছা দাড়াও|(ভেতরে গেল)
কিছুক্ষন পর এসে বল্ল-
নাহ্, আসলে ওনাদের সাথে তো আমাদের পরিচয় নেই|
'আচ্ছা ঠিকাছে' বলে চলে এলাম|

ফারিহারা দুইবোন একভাই| বড় বোনের প্রেমের বিয়ে হয়েছিল|
ঐ কোচিংসেন্টারের অদুরে তার বাসা ছিল|
ইসমাইল(ক্লাসমেট) তার প্রতিবেশি ফারুক(ফারিহার তালতো ভাই) থেকে ফারিহাদের ফোন নং নিয়ে দিল|
কিন্তু ঐ নাম্বারে ফোন করলে কখনো ফারিহা ধরেনি|
একদিন মাদ্রাসা ছুটির পর রোড পার হৌয়ার সময় রিকশায় ফারিহা ও তার দুলাভাইকে যেতে দেখে শর্টকাট রাস্তা দিয়ে দ্রুত তার বোনের বাসার ওখানে গিয়ে সামনে থেকে দেখা পেলাম তার| সন্ধা পর্যন্ত আর বের হয়নি|
সে এখন লং বোরকা পরছে| বোরকার রং ও ধরন দেখে নিলাম যাতে তার মাদ্রাসায় গিয়ে তাকে চিন্হিত করা সহজ হয়|

মাদ্রাসাটির দুরত্ব আমার বাসা থেকে প্রায় দশকিলো| ঐ মাদ্রাসার পাশেই ছিল তানভীর(ক্লাসমেট) এর বাসা| এব্যাপারে তানভীর আমাকে যথেষ্ট সংগ দিয়েছে|
প্রথমদিন মিজানও গিয়েছিল|
মাদ্রাসার একটু সামনে একটা মার্কেটের দুতলায় অবস্থান করার সুন্দর ব্যাবস্থা ছিল| সেখান থেকে ক্লাসরুম গুলোর ভেতর পর্যন্ত দেখা যেত|
নেকাব পরা সত্বেও আগের মাদ্রাসায় থাকতে পরতো এমন একটা স্কার্ফ পরেছিল বলে খুব সহজেই তাকে চিনে নিলাম|
এদিকে হুট করে নাজমুলকে ইশারা করে দেখা করে ফেল্ল মিজান|
'বাসা কোথায়' এমন প্রশ্ন এড়িয়ে যাওয়ায় নাজমুলের সাথে আর কথা বাড়াইনি|

আরেকদিন তাদের পিছু নিয়ে বাসা চিনে এলাম|
মিজানদের পাশের বাসার একটি ছেলে(নাইম) ফারিহার ক্লাসমেট| তার থেকে জানতে পারলাম, আর কিছুদিন পর মাদ্রাসার নিয়মানুযায়ী সকল দাখিল পরীক্ষার্থিকে মাদ্রাসার প্রধান শাখায়(ঢাকা) থেকে পড়ালেখা করতে হবে|
নাজমুল কিছুদিন পর চলে যাচ্ছে সো এর আগে আর ওখানে গিয়ে লাভ নেই|
একদিন ক্লাসে মিজান ও সাজ্জাদ বল্লো, ফারিহার নাম্বার নিবি?
-ওদের নাম্বার আছে তো আমার কাছে|
-এটা ফারিহার পারসোনাল|
-ধুর যা!
এমন রক্ষনশীল পরিবার তাকে মোবাইল দিবে তা কল্পনাতীত| যেখানে বাসারটাও রিসিভ করতে পারেনা সে|

আগ্রহ না দেখিয়ে উল্টো ঝাড়ি দেয়াটা বন্ধুদয় ভালোভাবে নিতে পারেনি মনে হলো| কতটুকু আগ্রহ থাকলে এভাবে ঝাড়ি মারে মানুষ সে সম্পর্কে ধারনাই ছিলনা তাদের|
আমি অপেক্ষা করছিলাম তারা যেন আরোকিছু বিশ্বাসযগ্য কারন দর্শায়|
ছুটির পর বাসায় গিয়ে উভয়কে ফোন দিলাম| উভয়ে বল্লো, নাম্বার নিতে হলে আমাকে তাদের কলোনিতে যেতে হবে|
লান্চ করেই চলে গেলাম| একটি এয়ারটেল নাম্বার পেলাম| পরে জানলাম নাইম থেকে নাম্বারটি নেয়া হয়েছে| নাইমের সাথে কথা বলে জানলাম নাম্বারটি ওখানকার আরো কিছু ছেলের কাছে আছে, এবং এই নাম্বারের সব কল ফারিহা ই রিসিভ করে|

ছেলেটার কনফিডেন্স দেখে ফারিহা ই রিসিভ করবে ভেবে রাতে ফোন দিলাম| সেকেন্ড রিং এই রিসিভ হলো| একটি চিকন বালিকা কন্ঠ 'হ্যালো' বল্লো|
ফারিহার কন্ঠস্বর মোটা ছিল, রানীমুখার্জির মত| জিগ্গেশ করলাম- ফারিহা আছে?
-আমি ফারিহা, আপনি কে?
হয়তো তার বোন অথবা অন্য কেউ ধরেছে ভেবে লাইন কেটে দিলাম|
পরদিন নাইম বল্লো আরে এইটাই ফারিহা| ফোনে আপনি কন্ঠ চিনতে পারেননাই|
রাতে আবার ফোন দিলাম| রিং না পড়তেই রিসিভ|
-তুমি ফারিহা?
-হুম, আপনি?
-আমাকে চিনতে পারছোনা?
-না|
-তোমার বোন কোথায়?
-বাসায় আছে, কেন?
-ভাই কি করছে?
-পড়ছে।
-আংকেল বিদেশে চলে গেছে?
-তা তো অনেকদিন হয়েছে|
-আজ মাদ্রাসায় গিয়েছো?
-গেলাম ত|
-তুমি এখন ক্লাস সেভেনে না?
-সব তো ঠিকাছে ভাই| আপনি কে তা তো বল্লেন্না!
-কান্না করতেছে যে ঐটা তোমার ভাগিনা?
-মানে? কান্না করছে আমার বোন|
ধাক্কা খেয়ে কেটে দিলাম লাইন|

পরদিন নাইমকে ধরলাম| ভাই এইএই ঘটনা|
-ঠিকৈ ত| তার ছোট একটা ভাই ও একটা বোন আছে| ভাইটা আমাদের মাদ্রাসায় ক্লাস ওয়ানে পড়ে|
-এদের বাসা কোথায়?
-ওমুকব্লকে নিজের বাড়িতে থাকে|
-পুরো নাম জানো?
-হুম, রাহমাতুন ফারিহা|
-ফারিহা কি দুইটা তোমাদের ক্লাসে?
-আরেকটা তো ইশরাত, ইশরাত ফারিহা|
কাহিনি এখন দিনের আলোর মত ফকফকা আমার কাছে|

ঐ শ্রেনীতে আগে থেকে এক ফারিহা থাকায় এখানকার ফারিহা সেখানে সেকেন্ড নামে অর্থাৎ ইশরাত বলে পরিচিতি পেয়েছে| আর এখানেই যত গন্ডগোল| তবু এই নাম্বার থেকে আমার ফারিহার খোবর নিতে সুবিধা হবে, তাই ছেলেটাকে নাম্বারের জন্য ধন্যবাদ দিলাম|
কিন্তু ততক্ষনে তুলকালাম হয়ে গেছে রাহমাতুনের ওদিকে| তার এক ফুফাতো ভাই তাকে খুব পছন্দ করতো| সে তার মা কে সব বলায় তার মা ভেবেছে আমিই তার ফুফাতো ভাই| তিনি ঐ ছেলেকে বাসায় ডেকে এসব জিগ্গেশ করলে নাম্বারটি নিয়ে ছেলেটি আমাকে খুজে বের করার চ্যালেন্জ করলো|

এসব জানার আগে সেদিন রাতে রাহমাতুনকে ফোন করে মিসটেকের কারন বলে ইশরাতের খবর জিগ্গেশ করলাম| তার কথা শুনে মনে হলোনা যে সে আমার কথা বিশ্বাস করেছে| বরং তার সন্দেহ হলো তার ফুফাতো ভাইয়ের সাথে আমার যোগাযোগ আছে| কারন 'নাম্বার কোথায় পেয়েছেন' এই প্রশ্নের বিশ্বাসযগ্য উত্তর দিতে পারিনি আমি|
পরদিন বিকেলে একটি টিএনটি নাম্বার থেকে ফোন এল| রিসিভ করে চুপ থাকলাম|
-(যুবক কন্ঠ) হ্যালো, আপনি কি রেজা? (রাহমাতুনকে আমার এই নাম বলেছিলাম)
-হ্যাঁ, কে বলছেন?
-আমি ফয়সাল, ফারিহার ফুফাতো ভাই|
কাহিনি আঁচ করতে পেরে লাইন কেটে দিলাম|

আবার কল এল,
-(আমি বল্লাম)ভাই আপনি কোন ফারিহার কথা বলছেন?
-যাকে আপনি ভালোবাসেন|
-(হাসি শুনিয়ে) আরে ভাই আমার তো প্রেম করার বয়স হয়নি এখনো|
-দেখুন, আপনি যদি ফারিহার সাথে প্রেম করতে চান তবে আমার সাথে যোগাযোগ রাখবেন| আমার কাছ থেকে সব রকম সাহায্য পাবেন|
আবার লাইন কেটে দিলাম|
কিছুক্ষন পর এয়ারটেল নাম্বার থেকে কল এল,
-হ্যালো!
-জি ভাই, এটা আমার পার্সোনাল নাম্বার| যেকোনো প্রয়োজনে ফোন করতে পারবেন|
-ও| আপনি কিসে পড়েন?
-আমি ওমুক মাদ্রাসায় পড়ি, ক্লাসটেনএ|
-আপনি তো আমার ক্লাসমেট|
আমিও আমার মাদ্রাসার নাম বল্লাম|

-ফারিহাকে পেলেন কি করে?
-তাকে পেলাম কৈ?
-মানে তাকে দেখেছেন এবং নাম্বার পেয়েছেন কোথায়|
-ও আচ্ছা, তাহলে সে আপনাকে ধরিয়েছে?
-সে আমাকে আপনার নাম্বার দিয়ে বলেছে আপনি কে, দেখতে ক্যামন, কি করেন, কোথায় থাকেন এসব তাকে জানাতে|
-জানালে?
-এসব জেনে সে হয়তো আপনার সাথে প্রেম করবে কিনা সিদ্ধান্ত নিবে|
-ও আচ্ছা, ঠিকাছে আপনার সাথে পরে কথা বলবো| এখন রাখি|
পরদিন সকালে ছেলেটা ফোন করলো,
-কি খবর রেজা ভাই?
-জি ভালো|
-চলেন আজ আমরা দেখা করি কোথাও|
-(মারবে-টারবে নাতো)বিকেলে অমুক স্থানে আসলে আমাকে পাবেন|
-ওকে বাই|
-বাই..

বিকেলে আড়াল থেকে নির্দিষ্ট স্থানে নজর রাখছিলাম| একটু পর আমার চেয়ে হ্যাংলা একটা ছেলে এসে এদিক-ওদিক তাকিয়ে মোবাইল কানে ঠেকাতেই আমার ফোনে ভাইব্রেশন হলো| প্রায় বিশ মিনিট দাঁড় করিয়ে রেখে পরিস্থিতি অনুকুল নিশ্চিত হয়ে তবে সামনে গিয়ে দাড়ালাম|
-আপনি ফয়সাল?
-হ্যাঁ|
-আমি রেজা|
কথা বলতে বলতে রহমাতুনদের বাসা পর্যন্ত গিয়ে সহিসালামতে ফিরে এলাম|
ছেলেটার কার্যকলাপ দেখে মজা পাচ্ছিলাম| তাকে তখনো সত্যি ঘটনা বলিনি|
এদিকে ইশরাত যে জানেনা আমার আরেক নাম রেজা, তা আমি জানতামনা| তাই রাহমাতুনকে যতৈ ইশরাতের কথা বলি সে তার কিছু বলেনা|

কিছুদিন পর নাজমুল ঢাকা চলে গেল জানতে পেরে একদিন সকালসকাল ফারিহাদের বাসার আশেপাশে দাড়ালাম| তার মা পৌছে দিল তাকে মাদ্রাসায়| আবার ছুটির সময় গিয়ে নিয়ে আসলো|
এমন হলে তো অহেতুক দৃষ্টিতে পড়া ছাড়া আর কিছুই হবেনা| কারন নেকাব পরা থাকায় তার ফেইস দেখতে পারছিনা বহুদিন|
তবু কিছু করার নেই| এভাবেই কিছুদিন পরপর নিজেকে দেখাতে ও তার ছায়া দেখতে যেতাম|
একদিন বিকেলে তরুন ও মিজানকে নিয়ে তাদের বাসায় গেলাম| নাজমুলের নাম্বার চাওয়াটা ওছিলা হিসেবে নিলাম|
দরজায় টোকা দিলে ফারিহা দরজা খুল্ল|
আমি নিজেই থতমত খেয়ে গেলাম| এত সহজে দেখতে পাবো ভাবিনি|

'ক্যামন আছো' জিগ্গেশ করতেই দরজা বন্ধ করতে গেল সে| পা দিয়ে দরজায় ঠেক দিয়ে বল্লাম- হয়েছে কি?
দরজা ছেড়ে সে ভেতরে চলে গেল| কিছুক্ষন পর তার আপু এলে সালাম দিয়ে বল্লাম- আমরা নাজমুলের ফ্রেন্ড| ওর কন্ট্রাক্ট নাম্বার আছে?
'আচ্ছা দাড়াও' বলে তিনি ভেতরে গিয়ে একটা নাম্বার লেখা কাগজের টুকরো এনে দিয়ে বল্লেন- ওর কাছে তো মোবাইল নেই| এই নাম্বারে ফোন করলে ওকে পাওয়া যায়|
'থ্যাংস' বলে চলে এলাম|
এরপর একদিন ছুটির পর দেখলাম ফারিহা একাএকা বের হচ্ছে মাদ্রাসা থেকে| তার বাসা ও মাদ্রাসার দুরত্ব এককিলোর চেয়ে কম| রিকশায় চড়ার দরকার হয়না|

বাসা এত কাছে হৌয়ায় কথা বলার সুযোগ কম| আবার বেশি দুরে হলেতো মাদ্রাসা থেকে রিকশায় উঠে বাসায় নামতো|
তো সেদিন একটু দুরত্ব বজায় রেখে পেছনে হাটছি| কতটুকু যাবার পর সে পেছনে ফিরে আমাকে দেখতে পেল| গলিতে প্রবেশ করার পর পাশ দিয়ে হেটে বল্লাম, কি হয়েছে তোমার? আমার সাথে কথা বলনা কেন?
সেদিন সে কিছু বলেনি| বাসায় ডুকে গেল|
পরদিন সকালে সে একা বের হয়েছে বাসা থেকে|
-তুমি আমার সাথে কথা বলবেনা?
-বাসায় গিয়েছেন কেন?
-তুমি আমার সাথে যোগাযোগ রাখছনা| তোমাকে কতদিন পর দেখলাম সেদিন!
-আর দেখা লাগবেনা|
প্রধান সড়ক আসায় আর কথা বলতে পারিনি|

সেদিন তার মা নিতে এসেছে|
পরদিন ছুটির পর একা পেলাম|
-আমাকে এভয়েড করার কারন জানতে পারি?
-(নিরবে হাঁটছে..)
-একটু আস্তে হাটো প্লীজ| আমাকে সরাসরি বলে দাও তুমি কি চাও|
-আমার আপনাকে কিছু বলার নেই|
(বাসা চলে এল)
ডিসেম্বরে টেস্ট পরীক্ষা শুরু হল| পরীক্ষার পরদিন গিয়ে ছুটির পর পিছু নিয়ে দেখলাম বাসা চেন্জ করেছে আবার| এবারেরটা দুর হলেও একটা কলোনির ভেতর দিয়ে শর্টকাটে যাচ্ছে সে|
-বাসা চেন্জ হয়েছে আবার?
-কেউ দেখলে সমস্যা আছে| আপনি যান|
-সবাই চেনে তোমাকে?
-(দাড়িয়ে আংগুল তুলে)আপনি আর এক পা এগুলে আমি মানুষ ডাকবো!

পাস করলেও টেষ্ট পরীক্ষা খুবি খারাফ হয়েছে| এভাবে চলতে থাকলে ফাইনাল পরীক্ষায় ডাব্বা পেতে হবে| একসপ্তাহের মধ্যে এই দুটানা পরিস্থিতির অবসান চাই|
ফারিহা(রাহমাতুন) কোনটা, আমাকে দেখানোর জন্য একদিন ফয়সাল ছুটির সময় আমার সাথে ছিল| এ্যশ কালার বোরকা পরা একটা মেয়েকে দেখিয়ে বল্ল- ঐটা ফারিহা|
সেদিন ফয়সালকে সব সত্য ঘটনা বলে আশ্চার্য করে দিলাম|
এফোর সাইজের চার পাতায় আমি কখন কি করলাম, এই পর্যন্ত কিভাবে এলাম অর্থাৎ তার অনুপস্থিতীতে আমার সব কর্মকান্ড লিখলাম| শেষলাইন ছিল, "তোমাকে এতকিছু বলতে হবেনা| শুধু আমাকে বল, আমার দোষটা কি..।

দুইদিনে চারধপা পেছনে ঘুরলাম| চিঠিটাও নিচ্ছেনা, কোনো কথারও জবাব দিচ্ছেনা| পড়ালেখা তো দুরে থাক ঘুম-খাওয়ারও ঠিক নেই আমার|
একটি কঠিন সিদ্ধান্ত নিলাম| একটা অন্যায় করবো| নিজের ভালোর জন্য করবো| থাকবো নাহয় পাকবো| চিন্তামুক্ত হৌয়াটাই জুরুরী|
নিজেনিজে তরকো করছি-
-এটা ভালোবাসার অবমাননা|
-শুরুটা সে করেছে|
-সে এখন তোমায় ভালোবাসেনা|
-আমি কারনটা জানতে চাই|
-কোনো কারন নেই। / ওমুক কারনে|
-অকারনে আমাকে কষ্ট দেয়ার শাস্তি দিব| / কারনটি মিথ্যা হলে বুঝিয়ে বলবো, সত্য হলে ক্ষমা চাইবো, ক্ষমার অযগ্য হলে ফিরে আসবো|
এটা হবে আমাদের শেষ দেখা, অথব শুরু|

ভালোবাসি যাকে তার সাথে এমন আচরন করতে মন সায় দিচ্ছিলনা| কিন্তু আমি যদি পরীক্ষায় খারাফ করি তবে কে আমায় ভালোবাসবে?
একটা কয়েন নিয়ে টস করলাম| টস সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে গেল|
সারারাত বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়েছি| সকালে তার জন্য জমানো চিঠি ও তার দেয়া কলমটি নিয়ে কর্মস্থলে গেলাম|
কোথায় কতটুকু এলে কিভাবে কি করবো তার চক কষে রাস্তাটি মুখস্থ করে নিলাম|
দুপুরে এখানে তেমন মানুষ থাকেনা, সো ছুটির পর অপারেশন হবে|
এই মোড়ের দোকানদারটি অনেকবার আমাকে ফারিহার পিছু নিতে দেখেছে| একে ম্যানেজ করতে হবে কিভাবে তাও ভেবে নিলাম|

ক্ষনেক্ষনে বুকের দুপদুপানি বাড়ছে| তানভিরের হাত নিয়ে বুকের উপর ধরে বল্লাম- কি হচ্ছে?
-ঢোল বাজছে!
আজ কপালে যে কি অপমান আর অসম্মান আছে, আল্লামালুম|
ছুটির পর নিরাপদ দুরত্ব বজায় রেখে পিছু নিলাম| দোকানটির কাছাকাছি আসতেই দ্রুত তাকে পাস করে তার সামনে হেটে দোকান পার হয়ে গলিতে ডুকে আবার তাকে সামনে দিলাম| কলোনির গেটে ডুকতেই পেছন থেকে দুই বাহু ধরে ঘুরিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে বল্লাম- সমস্যা কি তোর এবার আমায় বল|
-ছাড়ুন বলছি, নয়তো চিতকার করবো|
মুখ থেকে নেকাব সরিয়ে দিয়ে বল্লাম- চিতকার করে বল এবার, কেন আমার সাথে এমন করছিশ?

-ছাড়ুন, নয়তো মামলা খাবেন|
-এখন না বল্লে এখনি তোদের বাসায় যাবো|
-আপনাকে কি বলেছি কি দিয়েছি, এসব ভাইয়াকে বলেছেন কেন? (পরে জেনেছি এটা মিজানের কাজ| সে ভেবেছিল এতে আমি আরো সুবিধা পাবো)
-(দুরে গিয়ে দাড়ালাম)তোমার ব্যাপারে নাজমুলের সাথে আমি কখনো কথা বলিনি| কেন এসব আমি তাকে বলতে যাবো? এটা বিশ্বাস করার আগে আমাকে জিগ্গেশ করতে পারতে!
-(কাদতে কাদতে) এজন্য বাসায় আমার গায়ে হাতও তুলেছে!
-বিশ্বাস কর ফারিহা| এমন কাজ আমি করিনি|
-(নেকাবের সিপ্টিপিন খুজছে) আর বিশ্বাস করাতে হবেনা| আপনি কি করতে পারেন তা এখন দেখিয়েছেন তো|

-তাহলে আর আমাকে ভালোবাসনা?
-(নেকাবে সিপ্টিপিন লাগাচ্ছে) তার তো প্রশ্নৈ আসেনা| বরং আপনার কি ক্ষতি করি দেখবেন!
-(চিঠি-কলম তার সামনে ছুড়ে ফেলে) "তবে ফেলে দিলাম সব স্মৃতি| আজ বিকেল থেকে সন্ধা পর্যন্ত তোমার বাসার সামনে থাকবো| কি দেখাবে দেখিও"- বলে চলে এলাম বাসায়|
বিকেলে তাদের বাসার সামনের দোকানে বসে সন্ধ্যা পর্যন্ত হেডফোনে গান শুনে কাটিয়ে এলাম|
পরদিন ছুটির সময় আবার গেলাম মাদ্রাসায়| ছুটির পর দেখলাম সে তার দুই বান্ধুবি(রাহমাতুন ও বিনতি)কে নিয়ে ঘটনাস্থলে এসে কথা বলছে আর হাসছে|
কিছুক্ষন পর আমি চলে গেলাম বাসায়|

চুল কেটে এসে গোসল করে ঘুম দিলাম|
ফাইনাল পরীক্ষার আর দুই মাস বাকি| বইপুস্তুক গুছিয়ে রুটিন তৈরী করে কোচিং শুরু করলাম|
যথারিতি পরীক্ষা এল| ফয়সাল ও আমার হল একৈ মাদ্রাসায় পড়ায় দেখা হতো| বিভিন্ন গল্প করতাম| এখন সে আমার ভালো বন্ধু|
পরীক্ষায় ভালো রেজাল্ট করে এক নামকরা কলেজে ভর্তী হলাম|
একদিন ফারিহা কল করে বল্ল- আপনার সাথে দেখা করবো| কাল এদিকে আসবেন?
-চেষ্টা করবো|
পরদিন মনে ছিলনা| দুপুরে এক কাজে দুরে গিয়েছিলাম| ফারিহা কল দিলে বল্লাম- আজ একটু কাজ ছিল| কাল আসবো?
-আপনাকে আর কখনো আসতে হবেনা| খোদা হাফেজ|
|সমাপ্ত|

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.