আমাদের কথা খুঁজে নিন

   

এরা তো কসাই!

রাতের গভীর অন্ধকার মানুষের অস্তিত্বকে আপেক্ষিক করে তোলে , তবুও অস্তিত্বের প্রয়োজনেই সে স্বপ্ন দেখে - একদিন ভোর হবেই .......... ভারতে গনধর্ষণের শিকার হওয়া ২৩ বছরের মেডিকেল ছাত্রী মারা গেছে। ওদের মিডিয়ার কল্যাণে সারাবিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে এই ঘটনায়। সাধারন জনগন থেকে শুরু করে সব পেশাজীবী মানুষের মধ্যে বয়ে গেছে প্রতিবাদের ঝড়। অবস্থা এমন মনে হয় না এরপর আর কোন কুলাঙ্গার সেদেশে এইরকম ঘটনার পুনরাবৃত্তি করার সাহস পাবে। তবে দুঃখ লাগে, আমাদের দেশেও এইরকম ঘটনা অহরহ ঘটে।

ক্লিনিকে কর্তব্যরত অবস্থায় চিকিৎসক মারা যায় কিছু নরপশুর লালসার শিকার হয়ে। ফেসবুক ব্লগে দু’চারটা পোস্টের পর সব আগের মতই হয়ে যায়। আর আমাদের চুশীলরা বসে বসে আঙুল চোষে তখন। আর আমাদের সাংবাদিকদের সময় কই নিউজ করার? “কলাম লিখে কি হবে এদের জন্য? এরা তো কসাই। এদেশের কসাই ডাক্তাররা মারা গেলে কার কি আসে যায়।

এরা তো মাঝে মাঝে আমাদেরকেও মারে। তাই এরা মরলেই ভালো। এক একটারে মাইরা জাহান্নামে পাঠাইতে পারলে অনেকে নেকী হাসিল হবে। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।