আমাদের কথা খুঁজে নিন

   

তিন দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানের সাজা

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সাজাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে যথাক্রমে কেবি কুকমিন ব্যাংক, লটি কার্ড ও এনএইচ নংহাইপ।
প্রতিষ্ঠান তিনটি দেশটির ৪০ শতাংশেরও বেশি নাগরিকের আর্থিক ডেটা চুরি ও পরবর্তীতে তা বাজারজাতকরণ প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে, যা দেশটির আইন অনুযায়ী বৈধ নয়। সাজা অনুযায়ী, প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার ছয়শ’ ৪০ ডলার জরিমানা দিতে হবে ও আগামী তিন মাস প্রতিষ্ঠান তিনটি নতুন কোনো ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না। এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার ফিনান্সিয়াল সুপারভাইসরি কমিশন (এফএসসি) জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের ডেটা সুরক্ষিতভাবে সংরক্ষণের যে বৈধ দায়িত্ব রয়েছে তা সঠিকভাবে পালন করেনি।
অন্যদিকে তিনটি ক্রেডিট কার্ড প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তারা ভুক্তভোগীদের কাছে জনসম্মুখে ক্ষমা চেয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।