চাকরির বাজারে প্রতিযোগিতার কারণে কমবেশি অনেকেই ব্যক্তিগত উদ্যোক্তা হিসেবে আত্দপ্রকাশ করেন। ফলে ক্ষুদ্র ব্যবসাসহ সব ধরনের ব্যবসায় ক্ষেত্রে দারুণ প্রসার ঘটছে। আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান তবে কিছু বিষয় সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকা জরুরি। কারণ যে কোনো কাজ শুরুর আগেই প্রাথমিক প্রস্তুতি ও সতর্কতা প্রয়োজন। ব্যবসায়ে সফল হতে সবার আগে আপনার অবশ্যই ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে।
আপনাকে বুঝতে হবে কি ধরনের ব্যবসায়ে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি। যাচাই করতে হবে বর্তমান প্রেক্ষাপটে কোন ব্যবসাটা এগিয়ে রয়েছে। প্রয়োজনে মার্কেট জুড়িতে নামতে হবে। সে ধরনের ব্যবসায় মনোনিবেশ করে আপনাকে বুঝতে হবে এই ব্যবসার ঠিক কোন পণ্যটা কখন কিনলে আপনার মুনাফা বেশি হবে। ভোক্তা বা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে যাবতীয় ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হবে।
কারণ গ্রাহকরাই ব্যবসার প্রধান ভরসা। তাদের সন্তুষ্টি আপনাকে দেখতে হবে। পাশাপাশি আপনার ব্যবসায়িক নেটওয়ার্ক অবশ্যই জোরদার হতে হবে। লেনদেনের ক্ষেত্রে তো বটেই, সাধারণভাবেও যাদের সঙ্গে আপনার ব্যবসায়িক সম্পর্ক আছে, তাদের সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। সততা হলো একজন সফল ব্যবসায়ীর অন্যতম প্রধান গুণ।
একজন ভালো ব্যবসায়ী কখনোই ভেজাল পণ্য বিক্রির কথা ভাবতে পারেন না। পচা, নষ্ট পণ্য কখনোই বিক্রি করতে নেই। গ্রাহক যেন ভালো জিনিস এবং ওজনে সঠিক মাপ পায় সেদিকে নজর দিতে হবে। ব্যবসায়ীর সততা দেখে যেন গ্রাহকরা তার কাছে ভিড় করে। পরিশ্রমী হতে না পারলে ব্যবসার ক্ষেত্রে সফল হওয়া প্রায় অসম্ভব।
ব্যবসাকে ধ্যান-জ্ঞান ভেবে আপনার প্রতিষ্ঠানে পর্যাপ্ত সময় দিতে হবে। সবসময় প্রতিষ্ঠানের প্রয়োজন মেটানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে। অধিকাংশ ব্যবসায়ের শুরুতে খুব বেশি লাভের মুখ দেখা যায় না। তাই বলে হতাশ হলে চলবে না। সে ক্ষেত্রে প্রথম প্রথম বেশি মুনাফা না হলেও ধৈর্যের সঙ্গে প্রতিষ্ঠান চালিয়ে যাবেন।
ওই সময় ব্যবসায় নতুন উদ্যোগ বা আইডিয়ার সনি্নবেশ ঘটাতে পারেন। খেয়াল রাখবেন, প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়ে যায়। কারণ ব্যবসায় ধারাবাহিকতায় না থাকলে সফলতার মুখ দেখা যায় না। ব্যবসা কেবল মুনাফা অর্জনের উপায়ই নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানও বটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।