আমাদের কথা খুঁজে নিন

   

হল পুনরুদ্ধারে জবিতে বিক্ষোভ অব্যাহত

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রবেশমুখে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এদিন পূর্বঘোষণা অনুযায়ী ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়া থেকে বিরত থাকে শিক্ষার্থীরা।

পরে বেলা সাড়ে ১২টার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে বৃহস্পতিবার প্রশাসনিক ভবন ঘেরাও এবং ক্লাস-পরীক্ষা বর্জন।

আন্দোলনের সমন্বয়কারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম জানিয়েছেন, দাবি আদায়ে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 

এদিকে বুধবার শিক্ষার্থীদের হল পুনরুদ্ধারের আন্দোলনে সংহতি জানিয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দল এবং বিএনপি সমর্থিত সাদা দল।

এর আগে মঙ্গলবার আন্দোলনের ষষ্ঠ দিন বেদখল ছাত্রহলগুলো উদ্ধারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ছাত্রহলগুলো উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

“ভূমিমন্ত্রী আমাকে জানিয়েছেন, দ্রুত হলগুলো পুনরুদ্ধারে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে।”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।