আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে ১৩ সৈন্যসহ নিহত ৬২

 ইরাকের রাজধানী বাগদাদ ও হিল্লা শহরে ধারাবাহিক গাড়িবোমা হামলায় অন্তত ৪৯ ব্যক্তি নিহত হয়েছে। এ ছাড়া ফাল্লুজা শহরে আল-কায়েদা সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১৩ সরকারি সৈন্য। বাগদাদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হওয়ার একদিন পর মঙ্গলবার নতুন করে এ হতাহতের ঘটনা ঘটলো। এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও উগ্র সুন্নি গোষ্ঠীগুলো অতীতে এ ধরনের বহু হামলা চালিয়েছে। দেশটিতে গত কয়েকমাস ধরে শিয়া মুসলমান ও সরকারি ভবন লক্ষ্য করে নিয়মিত এ ধরনের হামলা হচ্ছে।

গত জানুয়ারি মাসে এ ধরণের হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।  হিল্লা শহরের হাসপাতাল সূত্র জানিয়েছে, সেখানকার প্রধান হাসপাতালে ৩৫ জনের লাশ নেয়া হয়েছে। সাতটি গাড়িবোমা হামলায় এসব মানুষ নিহত হয়।  রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে পাশবিক বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়। রাজধানীর বাইয়া এলাকার একটি বাস স্টেশনের কাছে পার্ক করা একটি গাড়িবোমা বিস্ফোরিত হলে অন্তত পাঁচজন নিহত হয়।

ইরাকি পুলিশ জানিয়েছে, মঙ্গলবারের সবগুলো বোমা বাণিজ্যিক কেন্দ্র বা বাস স্টেশনের পাশে পার্ক করে রাখা গাড়ির মধ্যে পাতা ছিল।  এদিকে আল-আনবার প্রদেশের ফাল্লুজা শহরে উগ্র আল-কায়েদা সন্ত্রাসীদের হামলায় ১৩ জন ইরাকি সৈন্য নিহত হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ফাল্লুজা শহরে উগ্র সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। ২০০৮ সালের পর ২০১৩ সাল ছিল ইরাকের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছর।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।