বিচ্ছিন্ন সংঘর্ষ, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও শেষ মুহূর্তে কিছু প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার মধ্যে দিয়ে শেষ হলো উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ।
আজ বুধবার সকাল ৮টায় ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।
দেশের চতুর্থ এই উপজেলা পরিষদ নির্বাচন এবার ছয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার প্রথম ধাপে ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোট এক হাজার ২৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৩২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২৯ জন রয়েছেন।
নির্বাচনে মোট ভোটার ১ কোটি ৬৪ লাখ ৭৮ হাজার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ৮১ লাখ ৯১ হাজার ৫৩৭ এবং নারী ৮২ লাখ ৮৬ হাজার ৬৩৫ জন। ভোটকেন্দ্র ৬ হাজার ৯৯৫টি এবং ভোটকক্ষ ছিল ৪৩ হাজার ২৯০টি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।