আমাদের কথা খুঁজে নিন

   

জল-আলোয় অপরূপ সেজেছিল বুর্জ খলিফা

দুবাইয়ের বুর্জ খালিফা পৃথিবীর সব চেয়ে উচ্চতম বিল্ডিং। সেই আকাশ ছোঁয়া বিল্ডিংয়ের চূড়ায় আলোর ঝলকানি দেখে চমকে উঠেছে বিশ্ববাসী।  

গত সপ্তাহে প্রবল ঝড়-জল রাতে চিত্রগ্রাহক মাইকেল শেনব্লাম, ব্রায়ান হকিন্সের ক্যামেরা নিয়ে অপেক্ষায় ছিলেন এমন একটা দৃশ্যের। কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না। দেড় ঘণ্টা অপেক্ষার পর অসম্ভব ধৈর্য্যের পর দুনিয়া পেল অন্যতম সেরা ছবি।

গত ১২ ফেব্রুয়ারির রাতে দুবাইয়ের বে এরিয়াতে কালো মেঘে ছেয়ে যায়। তৎক্ষণাৎ প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসে। চারিদিকে আলোর শিরা উপশিরা জড়িয়ে ধরে খলিফা বিল্ডিংয়ের চূড়াকে। তিনি নিজেও স্তম্ভিত হয়ে পডেন তাঁর ক্যামারায় এমন ছবি দেখে।

 

তিনি জানান, অঝোর ঝড়ে বৃষ্টি হওয়ার জন্য ৪ ঘণ্টা ধরে অপেক্ষা করছিলাম।

হাতে ক্যাননের 5D Mark III DSLR ক্যামেরা। সময় কাটানোর জন্য আশপাশের বৃষ্টি ভেজা শহরের ছবি তুলছেন। কিন্তু আচমকা এমন বজ্র বিদ্যুতের ঝলকানি সাড়া আকাশকে ছেয়ে ফেলবে আর খালিখার শিখরে বিদ্যুত ছটা ঠিকরে বেরবে, স্বপনেও ভাবতে পারেন নি। আজ তার এই স্বপ্নের ছবি, স্বপ্নের ক্লিক বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। তিনি জানিয়েছেন এই ছবিটি ১০০ শতাংশ সত্যি।

এই ছবিতে কোনও সফটওয়ারে কারুকার্য করা হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।