আমাদের কথা খুঁজে নিন

   

২১ উপজেলার ফলে এগিয়ে বিএনপি

ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিতরা আটটিতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। অন্য একটিতে নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।

কিশোরগঞ্জের দুটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি, কুষ্টিয়ার দুটিতে বিএনপি, কুড়িগ্রামের একটিতে আওয়ামী লীগ ও একটিতে বিএনপি, খাগড়াছড়িতে একটি আওয়ামী লীগ, খুলনায় একটি আওয়ামী লীগ ও একটি জামায়াতে ইসলামী, জামালপুরে একটি আওয়ামী লীগ, ঝিনাইদহে একটি আওয়ামী লীগ, একটি বিএনপি ও একটিতে জামায়াত, দিনাজপুরে একটি বিএনপি, নীলফামারী একটি আওয়ামী লীগ ও একটি জামায়াত, মাগুরায় দুটি বিএনপি, যশোরে একটিতে বিএনপি জয় পেয়েছে।

এর বাইরে রংপুরের তারাগঞ্জ উপজেলায়  নির্দলীয় প্রার্থী আনিসুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিরোধী দলহীন গত ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর বুধবার থেকে শুরু হওয়া চতুর্থ উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলো।

বিভিন্ন স্থানে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া ও ভোট জালিয়াতির ঘটনা ঘটলেও সহিংসতা না হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

কোনো কোনো উপজেলায় ভোটার উপস্থিতির হার বেশ থাকলেও সার্বিক উপস্থিতির হার গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

নির্বাচনের ফল দেখুন


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।