আমাদের কথা খুঁজে নিন

   

এখন কমিটমেন্টের বড়ই অভাব

গান নিয়ে বর্তমান ব্যস্ততা কেমন?

আমি তো গানেরই মানুষ। গানই আমার প্রাণ। তাই কোনো না কোনোভাবে গানকে ঘিরেই আমার প্রতিটি মুহূর্ত কেটে যাচ্ছে।

 

শ্রোতারা শীঘ্রই আপনার নতুন অ্যালবাম পাচ্ছে?

হ্যাঁ, শ্রোতাদের অনুরোধে আমার পুরনো জনপ্রিয় সব গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করব। এসব গান রেকর্ড বা ক্যাসেট আকারে কোথাও সংরক্ষণে নেই।

তাই শীঘ্রই নতুন করে গানগুলোর সংগীতায়োজনে এগুলো সিডি আকারে প্রকাশ করব। এ ছাড়া নজরুল সংগীতেরও একটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ রয়েছে। শীঘ্রই আমার কণ্ঠে একটি মিঙ্ড এবং একটি নজরুল সংগীতের অ্যালবাম পাচ্ছে শ্রোতারা।

 

এক সময় গান প্রকাশে শিল্পীদের মধ্যে প্রবল আগ্রহ ছিল, এখন তেমনটি নেই কেন?

বর্তমানে অডিও গানের ব্যবসা ভালো নয়। তাই ইচ্ছা থাকলেও শিল্পীরা অ্যালবাম প্রকাশ করতে পারছে না।

 

অডিও ব্যবসা মন্দের কারণ কি?

এ ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে অন্যান্য ব্যবসার মতো অডিও ব্যবসার ক্ষেত্রেও ব্যবসায়ীরা শর্টকাটে মুনাফা লাভ করতে চায়। কিন্তু গান হচ্ছে শিল্প। তাই এ শিল্পকে পুরোপুরি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে গানের মৌলিকত্ব নষ্ট করা হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত শিল্পীরা। দ্বিতীয়ত, যারা গানের ব্যবসা করে তাদের মধ্যে বর্তমানে কমিটমেন্টের বড়ই অভাব।

তারা বুঝতে চায় না, গানের ব্যবসা অন্য ব্যবসার মতো নয়। এর পৃথক এথিঙ্ রয়েছে। এই এথিঙ্ কেউ মানছে না। সব কিছু অর্থের মানদণ্ডে বিচার করা হচ্ছে। তাই প্রকৃত শিল্পীরা টিকতে পারছে না।

আমাদের সময় কিন্তু এ অবস্থা ছিল না। তখন এটি ছিল ৯০ ভাগ শিল্পচর্চা আর ১০ ভাগ ব্যবসা। কিন্তু এখন হচ্ছে এর বিপরীত। এ ছাড়া যারা ব্যবসা করছে তাদের বিপণন নেটওয়ার্কও দুর্বল। ফলে অডিও ব্যবসার অবস্থা এখন খুবই মন্দ।

 

পাইরেসি অনেকটা রোধ হয়েছে, এ ক্ষেত্রে তো অবস্থার উন্নতি হওয়ার কথা।

পাইরেসি সারা বিশ্বেই রয়েছে। তাই বলে ব্যবসা তো কোথাও বন্ধ নেই। মূল সমস্যা তো একটিই_ শিল্পচর্চার পরিবর্তে ব্যবসায়িক প্রবণতা বেশি। এটিই তো অডিও ব্যবসার পতনের কারণ।

 

বর্তমান শিল্পীদের স্থায়িত্ব কম, কেন?

বর্তমান শিল্পীরা সহজে তাদের গান হিট করানো এবং হুট করে তারকা খ্যাতি পাওয়ার দিকে ঝুঁকছে। কিন্তু গান হচ্ছে সাধনা ও চর্চার বিষয়। বিষয়টিকে তারা উপেক্ষা করছে। কোনোভাবে নিজের একটি গান হিট করিয়ে তারকা হতে গিয়ে তারা অল্প সময়ে ঝরে যাচ্ছে। একজন শিল্পীর এ প্রবণতা থাকা উচিত নয়।

কারণ এটি হচ্ছে 'ওয়ান টাইম ইউজ' প্রবণতা। যাকে বলা যায়, আত্দঘাতী ভাবনা।

 

বর্তমান শিল্পীদের বিরুদ্ধে যন্ত্রনির্ভর হয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে কি বলবেন?

যন্ত্র তো গানেরই অপরিহার্য অংশ। কিন্তু আমরা গানের জন্য যন্ত্রের সাহায্য নিতাম।

আর এখন যন্ত্রের সহযোগিতায় গান করার কালচার চালু হয়েছে। এতে গানের মৌলিকত্ব বিনষ্ট এবং শিল্পীর স্থায়িত্ব কমছে। এ অবস্থার অবসান হওয়া উচিত।

ঙ্ আলাউদ্দীন মাজিদ

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।