ঝামেলাহীন , স্বাধীন জীবন চাই P.S.C ...... J.S.C ......... কত শত নতুন নতুন পরীক্ষা যে আসছে ?? এই সমস্ত পরীক্ষায় পোলাপান এর কতটকু যে লাভ হয় আল্লাহ ই জানে কিন্তু আমার জন্য ব্যাপারটা বেশ আনন্দের ............ বাসায় তো মিস্টির অবাধ প্রবাহ থামানই যাচ্ছে না......... সবার মুখে মুখে এক্টাই কথা আমার ছেলে golden......আমার মেয়ে golden........... নাও বাবা মিস্টি খাও ...... )) তাই এই খুশির মুহুর্তে সকারের কাছে আমার বিশেষ অনুরোধ আগামী বছর থেকে ... ক্লাস 1 এর জন্য first school certificate (FSC) ক্লাস 2 এর জন্য second school certificate (SeSc) ক্লাস 3 এর জন্য third school certificate (TSC) ক্লাস 4 এর জন্য fourth school certificate ( FSC) ক্লাস 6 এর জন্য sixth school certificate (SiSC) ক্লাস 7 এর জন্য seventh school certificate (SeSC) ....... এই সমস্ত পরীক্ষার ব্যাবস্থা করা হোক। এতে দেশে শিক্ষার মান যেমন এগিয়ে যাবে অন্যদিকে প্রতিটি অভিভাবকদের মুখেও প্রতিবছর দেখা যাবে আনন্দের ঝিলিক............ অন্যদিকে মিস্টি ব্যবসায়ীরাও জাতীয় অর্থনীতিতে রাখতে পারবে বিশাল ভুমিকা .... আর আমার মত মিস্টিখোর দের কথা যদি বলতেই হয় , তাহলে বলব কোনো একটা নির্দিস্ট মাসে সব ফলাফল প্রকাশ না করে ...... সারা বছর ব্যাপী ফলাফল প্রকাশ করা হোক...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।